যারা টুকটাক বই পড়েন  তাদের জন্য বইমেলা একটি বড় উৎসব।  কিন্তু অল্প কিছুদিন আগেই বইমেলা শেষ হয়ে গিয়েছে।  আবার অনেকেই ঢাকার বাইরে থাকে।  তাদের জন্য ঢাকায় এসে বই কেনা সম্ভব হয়ে ওঠেনা।  কিন্তু যাওয়া আসার খরচ যানজট ইত্যাদির কারণে অনেকের ইচ্ছা থাকলেও বই কিনতে পারেন না।  কিন্তু অনলাইনের মাধ্যমে বইকে নাই টা বড় সুযোগের সৃষ্টি হয়েছে।  এখন ঘরে বসেই দেশের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বই  কেনা যায়।  এই বই কেনার জন্য আর দোকানেও যাওয়া লাগে না।  আজ আপনাদের সাথে আলোচনা করব এমনই দশটি বই কেনার সেরা ওয়েবসাইট।  যেগুলো বাংলাদেশের  মানুষের জন্য অনেক সুবিধা নিয়ে এসেছে। আপনি যদি এত বড় পোস্টটি সংক্ষিপ্ত আকারে পড়তে চান অথবা শুধুমাত্র  ওয়েবসাইট গুলোর লিস্ট জানতে চান তাহলে  এখান থেকে পড়ে আসতে পারেন। চলুন জেনে  আসা যাক,

 অনলাইনে বই কেনার জন্য বাংলাদেশের সেরা দশটি ওয়েবসাইট। 

১.  রকমারি

 বর্তমানে যারা টুকটাক বই কিনে থাকেন তারা হয়তো রকমারির নাম শুনে থাকবেন।  কারণ বই কেনার জন্য বাংলাদেশের অন্যতম সেরা ওয়েবসাইট হল রকমারি ডটকম।  এখানে বিভিন্ন ক্যাটাগরির হাজার হাজার বই পাওয়া যায়। 

বই কেনার জন্য প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে।  তারপরে আপনার পছন্দ অনুযায়ী এক বা একাধিক বই কার্ড এ সংগ্রহ করে পেমেন্ট করে দিলেই অর্ডার সম্পূর্ণ হয়ে যায়।  আর পেমেন্ট করার জন্য অনলাইনে পেমেন্ট করা যায় আবার ক্যাশ অন ডেলিভারী সিস্টেমও চালু আছে।  দেশের যেকোন স্থানে রকমারি বই প্রদান করে থাকে।  বই ডেলিভারি করার জন্য ঢাকার মধ্যে সময় লাগে দুই থেকে তিন দিন আর ঢাকার বাইরে সময় লাগে তিন থেকে পাঁচ দিন।  আবার ডেলিভারি চার্জ গ্রহণ করে এরা বই এর ওজন পরিমাণ এবং ডেলিভারি করার জায়গার উপর ভিত্তি করে।  তবে ন্যূনতম ডেলিভারি চার্জ শুরু হয় ৪৮  টাকা থেকে। 

 ওয়েবসাইটের লিংকঃ  Rokomari

 

২. পি বি এস

 অনলাইনে বই কেনার জন্য দ্বিতীয় স্থানে যে ওয়েবসাইটটি রয়েছে সেটি হল পাঞ্জেরী বুক সব।  এটি মূলত পাঞ্জেরী পাবলিকেশনের একটি ওয়েবসাইট।  প্রথমদিকে এটি একটি ছোট দোকান থেকে শুরু হয়েছিল পরে এখন একটি অনলাইন মার্কেট সৃষ্টি করে নিয়েছে।  বর্তমানে দেশের যেকোনো প্রান্তে এই ওয়েবসাইটটি বই প্রদান করে থাকে। 

 বই কেনার জন্য তবে এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হয়।  এরপরে পছন্দ অনুযায়ী একবার একাধিক বই কার্ড এ সংগ্রহ করে নিতে হয়।  এরপরে মোবাইল ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে টাকা পরিশোধ করে দেওয়া যায়।  ক্যাশ অন ডেলিভারি সিস্টেমেও চালু আছে।  আর  ডেলিভারি চার্জ ধরা হয় আপনার বইয়ের পরিমাণ,  ওজন এবং ডেলিভারি স্থানের উপর ভিত্তি করে। 

 ওয়েবসাইটের লিংকঃ PBS

 

৩.  পাঠক সমাবেশ

 তৃতীয় স্থানে যে ওয়েবসাইটটি রাখা হয়েছে সেটি হল পাঠক সমাবেশ।  এটি বাংলাদেশের একটি প্রাচীনতম অনলাইন বই বিক্রির ওয়েবসাইট।  বর্তমানে এ ওয়েবসাইটের বয়েস প্রায় ৩৮ বছর। অনলাইনে বই কেনা ছাড়াও এই একাউন্টে মেম্বারশিপ অর্জন করা  যায়।  এছাড়াও এদের লাইব্রেরী থেকে স্বশরীরে বই কেনা যায়। 

উপরের দুইটা ওয়েবসাইটের মতোই এখানেও অ্যাকাউন্ট তৈরি করে বই কিনতে হয়।  পেমেন্ট প্রদান করার জন্য অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং পরিষেবা চালু আছে।  তবে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটি চালু আছে শুধুমাত্র ঢাকার অভ্যন্তরের মানুষের জন্য।  ঢাকার বাইরে এদের  ক্যাশ অন ডেলিভারি সিস্টেম চালু নেই।   বর্তমানে দেশে-বিদেশি হাজার রকমের বই এর মাধ্যমে সংগ্রহ করা যায়। 

 ওয়েবসাইটের লিংকঃ Pathak Samabesh

 

৪.  বই বাজার

 চতুর্থ অবস্থানে যে ওয়েবসাইটটি রয়েছে তার নাম হলো বই বাজার।  অনলাইনে যারা বই কিনে থাকেন তাদের জন্য একটি নির্ভরযোগ্য ওয়েবসাইট হলো এটি।  এখান থেকে প্রতিনিয়ত পাঠকগণ বই ক্রয় করে থাকেন।  অন্যান্য সাধারণ ওয়েবসাইটের মধ্যেই এখানে একাউন্ট তৈরি করে বই কেনা যায়।  এবং অনলাইনে মাধ্যমেই অর্থ পরিষদ করা যায়।  এছাড়াও ক্যাশ অন ডেলিভারি সিস্টেমেও চালু আছে এদের।   আর ডেলিভারি চার্জ ধরা হয় বইয়ের ওজন,  পরিমাণ ও ডেলিভারি স্থানের ওপর ভিত্তি করে। 

 ওয়েবসাইটের লিংকঃ Boi Bazar

 

৫.বুকস ডট কম ডট বিডি

 অনলাইনে বই কেনার আরেকটি নির্ভরযোগ্য ওয়েবসাইট হলো  বুকস ডট কম ডট বিডি।  শুরুর দিকে এর নাম ছিল বই- মেলা ডট কম নামে।   বাংলাদেশে বই করার জন্য এটি একটি নির্ভরযোগ্য এবং নিরাপদ ওয়েবসাইট।  গ্রাহক গন  তাদের কাঙ্খিত বইটি পছন্দ করে কাটে সংগ্রহ করতে পারেন।  পরে অর্থ প্রদানের মাধ্যমে বইটি সংগ্রহ করতে  পারেন।  এছাড়াও এদের ক্যাশ অন ডেলিভারি সিস্টেম  ও চালু আছে।  দেশের যে কোন প্রান্তে বুক ডট কম বই প্রদান করে থাকে।  তবে ঢাকার বাইরে ও ভেতরে ডেলিভারি চার্জের একটু তারতম আছে। 

 ওয়েবসাইটের লিংকঃ Books.com.bd

৬.  বাতিঘর

 বাংলাদেশের বই প্রেমীদের জন্য একটি প্রিয় ওয়েবসাইট হল বাতিঘর ডট কম।  এটি শুধু অনলাইনে বই বিক্রির জন্যই জনপ্রিয় নয় বরং অফলাইনেও এটি অনেক জনপ্রিয়।  এখানে ব্যবহারকারীরা তাদের কাঙ্খিত বই সার্চ করে অথবা ওয়েবসাইটের ভেতর থেকে যেকোনো বই পছন্দ করে কার্ড এ সংগ্রহ করতে পারে।  পরবর্তীতে কার্ড থেকে চেক আউট করে অর্ডার সম্পন্ন করতে পারেন।  অনলাইনে বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট প্রদান করা যায়।  এছাড়াও এদের ক্যাশ অন ডেলিভারি সিস্টেমও চালু আছে। 

 দেশের  সকল স্থানে এমনকি প্রত্যন্ত অঞ্চলেও এরা হোম ডেলিভারি সিস্টেমের মাধ্যমে বই প্রদান করে থাকে।  এদের শাখা রয়েছে ঢাকা, -চট্টগ্রাম,  রাজশাহী ও সিলেটে।
ওয়েবসাইটের  লিংকঃ Baatighor

 

৭.  ওয়াফিলাইফ

ইসলামিক বইপ্রেমীদের জন্য একটি জনপ্রিয় এবং স্বনামধন্য ওয়েবসাইট হলো ওয়াফিলাইফ।  এটি দেশের প্রথম সারির অনলাইন বই বিক্রির প্ল্যাটফর্ম গুলোর মধ্যে একটি ওয়েবসাইট।  এখান থেকে ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের ইসলামিক বই সংগ্রহ করতে পারেন।  এদের রয়েছে বিভিন্ন ধরনের  পেমেন্ট সিস্টেম।  এছাড়াও এদের ক্যাশ অন ডেলিভারি সিস্টেমও চালু রয়েছে।  ঢাকা ও  ঢাকার বাইরে  সর্বত্র  হোম ডেলিভারি সিস্টেম চালু রয়েছে। 

 ওয়েবসাইটের লিংকঃ Wafilife

 

৮. ই-বইঘর

 শিক্ষা ও কর্মজীবনের জন্য প্রয়োজনীয় সকল বইয়ের একটি বিশাল সমাহার হলো ই- বইঘর।  পাঠগবন এখান থেকে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় বই অনলাইনের মাধ্যমে ঘরে বসেই অর্ডার করতে পারবেন।  ই- বই ঘর  এর পরিষেবা সারাদেশে বিস্তৃত।  দেশের সব অঞ্চলের গ্রাহক রায় এখান থেকে বই সংগ্রহ করতে পারবে।  অগ্রিম পরিষদের পাশাপাশি ক্যাশ অন ডেলিভারিও সুযোগ পাবে গ্রাহকরা। 

 ওয়েবসাইটের লিংকঃ E-boighor

 

৯.  দারাজ বুকস এন্ড ম্যাগাজিন

 দেশের এক নম্বর ই-কমার্স প্ল্যাটফর্ম বলতে গেলে এখন দারাজ ই রয়েছে।  তবে অনেকেই হয়তো জানেন না যে দারাজের মাধ্যমে  বই  কেনা যায়। দারাজ ও বইপ্রেমীদের জন্য একটি আস্থার জায়গা হয়ে উঠেছে।  এখানে অ্যাকাউন্ট তৈরি করার মাধ্যমে বই কার্ডে সংগ্রহ করে পরে পেমেন্ট করার মাধ্যমে অর্ডার সম্পন্ন করা যায়।  যদি কোন ঝামেলা হয় তাহলে দারাজের হেল্প সেন্টারে সরাসরি লাইভ চ্যাট করা যায়। 

 এছাড়াও বই কেনার আগে বইয়ের রিভিউ পাওয়া যায়।  অর্থাৎ  এর পূর্বে যারা বই সংগ্রহ করেছে তারা বইটি সম্পর্কে রিভিউ প্রদান করে থাকেন।  অগ্রিম পেমেন্ট ও ক্যাশ অন ডেলিভারি দুটো সিস্টেমই চালু আছে এদের।  দেশের সকল প্রান্তে দারাজ হোম ডেলিভারির মাধ্যমে বই প্রদান করে থাকে। 

 ওয়েবসাইটের লিংকঃ Daraz Books and Magazines

 

১০. বুক হাউস

  অনলাইনে বই কেনার অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট হল বুক হাউজ।  দেশের সকল প্রান্তে বসেই এদের বই অর্ডার করা যায়।  অনলাইনের মাধ্যমে পেমেন্ট করা যায়।  এছাড়াও ক্যাশ অন ডেলিভারী সিস্টেমও এদের চালু রয়েছে। 

সাইটের লিংকঃ Book House 

 

 উপরে উল্লেখিত ওয়েবসাইট গুলো পাঠকদের বই কেনার বিড়ম্বনা অনেকখানি কমিয়ে তুলেছে।  এখন পাঠকগণ ঘরে বসেই বই কিনতে পারে।  তাই আপনারাও যদি ঘরে বসেই বই কিনতে চান তাহলে উপরের ওয়েবসাইটগুলোর মধ্য থেকে আপনাদের পছন্দমত ওয়েবসাইটে গিয়ে বই কিনতে পারেন।  আজকে এই পর্যন্তই।  এমন আরো পোস্ট পেতে ট্রিক বিডির সাথেই থাকুন। 

🎉 প্রশ্ন-উত্তর করে ইনকাম 🎉

প্রশ্ন-উত্তর করে ইনকাম করার জন্য ভিজিট করুণ
WWW.EASYANSWER.TOP

✅ প্রশ্ন-উত্তর করার পূর্বে অবশ্যই এই পোস্টটি পড়ুন।

🔥৫০০ পয়েন্ট = (৫০ টাকা)🔥

তাই দেরি না করে এখনই ভিজিট করুন Easyanswer এ🚀

#  Visit: Easyanswer 

Shares:
Leave a Reply