আজ সারাদিন ‘ধন্যবাদ’ জানানোর দিন

আজ সারাদিন ‘ধন্যবাদ’ জানানোর দিন

লাইফস্টাইল

অনলাইন ডেস্ক

2025-01-11

জীবনের প্রতিটি ক্ষেত্রে যে মানুষগুলো আপনাকে সমর্থন দিয়েছেন, বিপদে যিনি বা যারা পাশে থেকেছেন, যারা সবসময় আপনার ছায়া হয়ে ছিলেন আজ তাদের ধন্যবাদ দিন। ধন্যবাদ দিন তাদেরও, যারা সীমাহীন কষ্টের সময় আপনাকে ছেড়ে গেছে। যারা অবহেলায়-অপমানে আপনাকে রক্তাক্ত করেছে বিভিন্ন সময়। কেননা তারা অবহেলা না করলে, প্রত্যাখান না করলে আপনি আজ এ পর্যন্ত আসতে পারতেন না। সফল হতে পারতেন না। 

আজ ১১ জানুয়ারি, 'থ্যাঙ্ক ইউ ডে' বা ‘আপনাকে ধন্যবাদ’ জানানোর দিন। প্রতিবছর জানুয়ারির ১১ তারিখে এ দিবসটি পালন করা হয়। যে ব্যক্তি সামান্য অবদানের মাধ্যমেও আপনার জীবনকে সুন্দর করে তুলেছে তাকে আজ মন খুলে জানিয়ে দিন 'থ্যাঙ্ক ইউ’। তাকে কৃতজ্ঞতা প্রকাশ করুন। 

দিবসটি প্রচলন করেছেন শিকাগোর ইভেন্টোলজিস্ট আদ্রিয়েন সিউক্স কুপারস্মিথ, ১৯৯৪ সালে। তিনি একাই প্রায় দুই হাজার দিবস তৈরির পেছনে অবদান রেখেছেন। এখন আমেরিকাতে অনেকে জানুয়ারির ১১-১৮ অর্থাৎ পুরো সপ্তাহজুড়ে এই দিবসটি পালন করে থাকেন।

© Samakal
Shares:
Leave a Reply