
আলীকদমে আটক মিয়ানমারের ৫৮ নাগরিক
সারাদেশ
লামা (বান্দরবান) প্রতিনিধি <time class="op-modified" dateTime="2025-01-11"2025-01-11
2025-01-11
বান্দরবানের আলীকদমে অভিযান চালিয়ে মিয়ানমাররের ৫৮ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে অনুপ্রবেশের অভিযোগে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখ নামক স্থান থেকে তাদের আটক করা হয়। তারা সবাই মিয়ানমারের রাখাইন রাজ্যের বুচিদংয়ের বাসিন্দা।
বিজিবি জানায়, অনুপ্রবেশকারীদের সঙ্গে স্থানীয় ৫ দালালকে আটক করা হয়েছে। এরা হলেন- মো. আরিফুল ইসলাম, মো. নজরুল ইসলাম, মো. জামাল উদ্দিন, মো. আবু হুজাইফা ও মো. খোরশেদ আলম।
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ৫৭ ব্যাটালিয়নের জেসিও নায়েব সুবেদার মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি টহল দল ব্যাটালিয়ন সদর থেকে ৪ কিলোমিটার পূর্ব দক্ষিণে বুচির মুখ নামক স্থানে অভিযান চালায়। এ সময় মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে ৩৭ শিশুসহ ৫৮ জনকে আটক করা হয়। এর সঙ্গে জড়িত ৫ বাংলাদেশি দালালকেও আটক হয়। এসময় জব্দ করা হয় একটি ডাম্পার ও একটি প্রাইভেটকার।
দালালসহ মিয়ানমার নাগরিক আটকের তথ্য নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।