ইউটিউব চ্যানেল ভেরিফাই ব্যাজের জন্য আবেদন করার নিয়ম | How To Apply Youtube Channel Verify Badge

আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি। আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা ইউটিউব চ্যানেল ভেরিফাই ব্যাজের জন্য আবেদন করবেন। শুরুতেই বলি এর জন্য অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে ১ লক্ষ সাবসক্রাইবার থাকতে হবে তবেই আপনি আবেদন করতে পারবেন।
আর যাদের ১ লক্ষ সাবসক্রাইবার নেই তাদের কিন্তু হবেনা এ পোস্টটি তাদের জন্য না।
যাইহোক যাদের ১ লক্ষ বা তার বেশি সাবসক্রাইবার তারা কিভাবে ভেরিফাই ব্যাজের জন্য আবেদন করবেন খেয়াল করুন।
প্রথমে আপনার ফোনের Chrome ব্রাউজারে এসে Youtube.com লিখে সার্চ করে আপনার ইউটিউব চ্যানেলটি লগইন করেনিন এবং ওপরে ৩ ডটে ক্লিক করুন।

Desktop Site চালু করুন।

চ্যানেল লোগোতে ক্লিক করুন।

Settings এ যান।

View Advanced Settings ক্লিক

এরপর চ্যানেল আইডি কপি করুন।

পুনরায় ব্রাউজারে YouTube Verify Badge লিখে সার্চ করুন।

ওয়েবসাইটে প্রবেশ করুন

Apply Now ক্লিক করুন।

চ্যানেল জিমেইল সিলেক্ট করুন।

আবারো Apply Now ক্লিক

ওপরের বক্সে যে নামে চ্যানেলটি ভেরিফাই করতে চান সেটা দিবেন অবশ্যই ইউটিউবে ভেরিফাই করা হয়নি এমন নাম হতে হবে তা না হলে কিন্তু ভেরিফাই হবেনা।
নিচের বক্সে কপি করে নিয়ে আসা চ্যানেল আইডি দিয়ে Submit করুন

তাহলে ইউটিউব টিমের কাছে মেইল চলে যাবে।

পাশাপাশি আপনাকে একটা রিপ্লাই মেইল দিবে।

এবার ২-৩ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবেন সেক্ষেত্রে আরেকটা মেইল ইউটিউব থেকে আপনাকে পাঠানোর মাধ্যমে আপনাকে ভেরিফাই ব্যাজ দিয়ে দেওয়া হবে।

আশাকরি আপনারা বুঝতে পেরেছেন।
“প্রতিনিয়ত সবার আগে Technology রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।

★প্রয়োজনে যোগাযোগ ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ: BD TRICK SH

★আমার আগের পোস্ট যারা মিস করেছেন নিচের লিংক থেকে দেখুন:
গ্রামীণসিমে ১ জিবি ইন্টারনেট ফ্রিতে নিয়েনিন

জন্মনিবন্ধন দিয়ে বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলে ফ্রিতে ১৩০ টাকা বোনাস নিয়েনিন
সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}

Shares:
Leave a Reply