ইমরানের সঙ্গে বৈঠক আলোচনা কমিটির

ইমরানের সঙ্গে বৈঠক আলোচনা কমিটির

বিশ্ব

সমকাল ডেস্ক

2025-01-13

সরকারবিরোধী আলোচনায় অচলাবস্থা নিরসনে রোববার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নির্ধারিত কমিটির পাঁচজন দলটির প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে বৈঠক করছেন।

আদিয়ালা কারাগারে অনুষ্ঠিত হয় এই বৈঠক। ইমরান খানের আইনজীবী ফয়সাল চৌধুরী কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই বৈঠককে পাকিস্তানের উন্নতির জন্য একটি ইতিবাচক পদক্ষেপ বলে জানিয়েছেন। ইমরানের রাজনীতি করার অধিকার আছে বলেও দাবি করেন তিনি।

এদিকে গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (জিডিএ) প্রধান পীর পাগারা সৈয়দ সিবগাতুল্লাহ শাহ রাশদির সঙ্গে বৈঠক করেছে পিটিআই প্রতিনিধি দল। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার সাইফ ও প্রবীণ রাজনীতিবিদ মোহাম্মদ আলি দুররানি লাহোরে তাঁর সঙ্গে দেখা করেন। এ সময় পিটিআই প্রতিষ্ঠাতাকে শুভকামনা জানান পীর পাগারা। সামা নিউজ।

© Samakal
Shares:
Leave a Reply