আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এবং Trickbd এর সাথেই আছি
টাইটেল দেখে অবশ্যই বুঝেছেন কোন বিষয়ে কথা বলবো
প্রথমই বলে রাখি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না এটি একটি শিক্ষনীয় পোস্ট আপনি কোনো খারাপ কাজে ব্যবহার করলে আমি বা Trickbd কোনো প্রকার দায়ী থাকবে না
এটাই আমার প্রথম পোস্ট Trickbd তে
বেশি কথা বলবো না আসল কাজে যাই
প্রথমে দুইটি অ্যাপ দরকার হবে Mt Manager এবং Facebook lite ক্লোনেইড অ্যাপ লিংক
অ্যাপ ডাউনলোড করার পড়ে Mt Manager ওপেন করুন
তারপর Download ফোল্ডারে যান
তারপর Telegram ফাইলে ক্লিক করেন
তারপর ফেসবুক লাইট এর উপরে ক্লিক করেন
তারপর View তে চাপ দিন
তারপর res ফাইলে চাপ দিন
তারপর একটু নিচে গেলে layout লেখা দেখতে পাবেন ওখানে চাপ দিন
আবার একটু নিচে গেলে fb_view xml লেখা দেখতে পাবেন ওখানে চাপ দিন
তারপর String pool লেখাতে চাপ দিন
একটু নিচে যান দেখুন Input Your bot API Here
লেখা আছে এখানে আপনার টেলিগ্রাম বট এর এপিআই দিতে হবে
এর জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করেন BotFather
তারপর START লেখায় চাপ দিন
তারপর মেনু তে চাপ দিয়ে create a new bot লেখাতে চাপ দিন
তারপর আপনার বটের একটি নাম দিন
তারপর বটের জন্য একটি ইউজার নেম দিন ইউনিক নাম
তারপর আপনার বটের Api কপি করেন
কপি করে Mt Manager এ গিয়ে Input Your bot API Here এখানে পেস্ট করে ওকে করেন এই Input Your bot API Here লেখাটা কেটে দিয়ে পেস্ট করবেন
তারপর দেখেন Input Your Telegram ID here
লেখা আছে
আবার টেলিগ্রামে গিয়ে সার্চ করেন IDBOT
তারপর START লেখাতে চাপ দিন
দেখুন নিচে আপনার চ্যাট আইডি সো করছে ওটা কপি করেন
তারপর Mt manager এ গিয়ে
Input Your Telegram ID here এখানে চাপ দিয়ে লেখাটা কেটে আপনার টেলিগ্রাম আইডি যেটা কপি করছেন ওটা পেস্ট করে ওকে বাটনে চাপ দিন
তারপর ব্যাক বাটনে চাপ দিয়ে save and exit লেখায় চাপ দিন
তারপর Auto sing এখানে টিক দিয়ে ok লেখায় চাপ দিন
তারপর অ্যাপটি ইন্সটল করেন
ইন্সটল হয়ে গেলে এবার ইন্সটল করা ফেসবুক লাইট ওপেন করুন
তারপর টেলিগ্রামে গিয়ে বট ফাদার ওপেন করেন
তারপর আপনার বটের নামের উপরে চাপ দিন
আপনার বটটি START করেন
এখন এই ফেসবুক লাইটে গিয়ে যেকোনো একটা নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগইন বাটনে চাপ দিন
তারপর দেখুন সাথে সাথে ফোন নাম্বার ও পাসওয়ার্ড চলে আসবে আপনার টেলিগ্রাম বটে
ওয়ার্নিং : এই পোস্ট এবং এই টুলস টি সম্পূর্ণ শিক্ষ্যামুলক এই উদ্দেশ্যে দেখানো হলো, এটার মাধ্যমে কোন প্রকার খারাপ কাজে ব্যবহার করলে আমি বা TrickBD কখনো দায়ী থাকবে না!
আজকের পোস্ট এই পর্যন্তই 😊!
সবাই ভালো থাকবেন!
~আল্লাহ হাফেজ!