
কম্বল পেয়ে খুশি ফরিদপুরের শীতার্তরা
সারাদেশ
ফরিদপুর অফিস <time class="op-modified" dateTime="2025-01-18"2025-01-18
2025-01-18
ফরিদপুরের শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এ. কে. আজাদ। তাঁর নির্দেশনায় ১০ দিনবাপী কম্বল বিতরণের এই আয়োজনের অষ্টম দিন শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের বায়তুল আমান এলাকায় কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে খুশি হয়েছেন তারা।
এক হাজার দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র। স্থানীয় আদর্শ একাডেমী মাঠে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাহজালাল ইসলামী ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে ফরিদপুর সদরের বারোটি ইউনিয়ন ও ফরিদপুর পৌর এলাকার ২৭টি ওয়ার্ডে ২০ হাজার কম্বল পৌঁছে দেওয়া হচ্ছে। এ কাজে সহায়তা করছে ফরিদপুরের পাঁচটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ও সমকাল সুহৃদ সমাবেশ। বাস্তবায়নকারী এনজিওগুলো হচ্ছে- এফডিএ, বিএফএফ, একেকে, এসডিসি ও পিডাবলুও।
ব্যাংকটির ফরিদপুর শাখার ম্যানেজার কেএম আনিসুর রহমানের তত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান মো. মোতালেব হোসেন, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক ও চ্যানেল টোয়েন্টিফোরের পরিচালক আবুল কালাম আজাদ, এফডিএ’র নির্বাহী পরিচালক আবু সাহের আলম, এসডিসি’র নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, পিডাবলুও’র নির্বাহী পরিচালক হাফিজুর রহমান, একেকে’র নির্বাহী পরিচালক আব্দুল জলিল, উপ-পরিচালক বি এম আলাউদ্দীন প্রমুখ।