
গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের সহযোগী গ্রেপ্তার
সারাদেশ
সমকাল প্রতিবেদক 2025-01-12
গাজীপুর সিটি কর্পোরশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সহযোগী রহিম সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে গাজীপুর ভিটিপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে বাসন থানা পুলিশ।
রহিমের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে বাসন থানার এসআই সজিব দত্ত।
এদিকে রোববার সন্ধ্যায় গাজীপুর বাসন থানার ওসি কায়সার আহম্মেদ বলেন, ‘রহিমের বিরুদ্ধে প্রতারণার একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার তাকে আদালতে তুলে রিমান্ড আবেদন করা হবে।’