ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ, তিন পুলিশ কারাগারে

ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ, তিন পুলিশ কারাগারে

বাংলাদেশ

সমকাল প্রতিবেদক

2025-01-20

জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগের মামলায় পুলিশের সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদসহ তিন পুলিশ সদস্যকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
   
অপর দুই কনস্টেবল হলেন- উত্তরায় ছাত্র হত্যাকাণ্ডের জড়িত কনস্টেবল হোসেন আলী ও গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যাকাণ্ডের আসামি পুলিশ কনস্টেবল আকরাম হোসেন। আর যাত্রবাড়ী এলাকায় ছাত্র ইমাম হোসেন তাইম হত্যায় তানজিল আহমেদকে আসামি করা হয়। তিন পুলিশ সদস্যের মধ্যে তানজিল ও আকরামকে আগেই ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আর আইসিটি মামলায় হোসেন আলীকে গ্রেপ্তার দেখানো হয়। 

পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘এই তিন জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। এরমধ্যে দুই জনের ব্যাপারে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা এবং একজনের ব্যাপারে আগেই পরোয়ানা ইস্যু হয়েছিল। তাদের সবাইকে আজ আদালতে হাজির করা হলে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’  

© Samakal
Shares:
Leave a Reply