ঠাকুরগাঁও ও কুড়িগ্রামে আমান গ্রুপের শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁও ও কুড়িগ্রামে আমান গ্রুপের শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ

অনলাইন ডেস্ক

2025-01-15

দেশের উত্তরাঞ্চলের দুই জেলা ঠাকুরগাঁও ও কুড়িগ্রামে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আমান গ্রুপ। 

‘হাতে হাত রেখে কাজ করি-উষ্ণতার বন্ধনে দেশ গড়ি’– এ স্লোগানকে সামনে রেখে সোমবার কুড়িগ্রাম ও মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

মঙ্গলবার বিকেল মেসার্স নাজমুল এন্টারপ্রাইজের আয়োজনে শহরের জেআর কমিউনিটি সেন্টারে দুই শতাধিক মানুষের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আমান সিমেন্টের এজিএম জিল্লুর রহমান, আরএসএম হাসিনুর রহামান, নাজমুল এন্টারপ্রাইজের প্রোপাইটর নাজমুল
ইসলাম প্রমুখ।

অন্যদিকে সোমবার বিকেলে টাপুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দুই শতাধিক দুস্থদের  মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান মো. রেজাউল করিম রেজা। এছাড়াও উপস্থিত ছিলেন আমান ফিডের পরিবেশক রোস্তম
আলী, আমান সিমেন্টের এজিএম জিল্লুর রহমান, সহব্যবস্থাপক ইমাম হোসেন, সিনিয়র সাংবাদিক জি এম ক্যাপ্টেন প্রমুখ। বিতরণ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন আমান সিমেন্টের পরিবেশক আলহাজ্ব আমিনুল ইসলাম। সংবাদ বিজ্ঞপ্তি।

© Samakal
Shares:
Leave a Reply