আসসালামু আলাইকুম
আসা করি ট্রিকবিডির সকল সদস্যরা অনেক ভালো আছেন।
আজকে আমি আপনাদের সাথে অসাধারণ একটা ওয়েব সাইট নিয়ে আলোচনা করবো সেটা হয়তো আপনারা পোস্টের টাইটেল দেখেই বুঝে গেছেন।
হ্যাঁ, আপনি ঠিকই পরেছেন, বিটেকের অনুমোদিত শপ থেকে দৈনন্দিন জীবনের কেনাকাটার মাধ্যমে পয়েন্ট অর্জন করে টাকা আয় করুন সহজেই।
আপনি যত টাকার কেনাকাটা করবেন সেটার উপর ভিত্তি করে দোকানদার তার লাভ কৃত মুনাফা থেকে আপনাকে বিটেকের পয়েন্ট দিবে।
আপনি ১০০ বিটেক পয়েন্ট অর্জনের মাধ্যমে বিটেকের ক্লাব মেম্বার হতে পারবেন আর ক্লাব মেম্বার হলে আপনি বিটেকের অর্জিত আয়ের ১০% বোনাস ও পাবেন।
সেই সাথে আপনি বিটেকে আপনার এলাকায় শপ রেজিস্ট্রার করাতে পারবেন এবং গ্রাহক রেজিস্ট্রেশন করার মাধ্যমেই টিম ওয়ার্কে কাজ করতে পারবেন।
অতিরিক্ত কোনো টাকা ছাড়াই, শুধু দৈনন্দিন জীবনের কেনাকাটা বিটেকের অনুমোদিত রিটেলার থেকে করুন আর পয়েন্ট জিতুন।
তো চলুন এবার BEETECH এর একাউন্ট করা যাক এবং কিভাবে একাউন্ট করবেন বিস্তারিত বলি-[/b]BEETECH এর একাউন্ট এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করার পরে নিচের মতো স্ক্রিনশট দেখতে পাবেন,
এখানে প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে একাউন্ট করুন।
এরপরে লগইন করুন।
লগইন করার পরে আপনি বিটেকের রিটেইলার শপ কোথায় আছে সেটা দেখার জন্য উপরে নিচের মতো আইকন দেখতে পারবেন, সেখান থেকে আপনার সুবিধামত আউটলেট খোঁজে নিবেন।
একদম নিচের দিকে আপনি আপনার প্রোফাইল/ একাউন্ট দেখতে পারবেন।
সেখানে আপনার অর্জিত ব্যালেন্স দেখতে পারবেন।
এভাবে খুব সহজেই আপনি বিটেকের সদস্য হয়ে যেতে পারবেন।
বিটেক কি এবং কিভাবে কাজ করে আরোও বিস্তারিত আপনি তাদের ওয়েব সাইটে টিউটোরিয়াল ভিডিওতেও দেখতে পারবেন।
এরকম নিত্য নতুন আরোও টিপস & ট্রিকস সহ সকল আপডেট পেতে জয়েন দিন আমাদের টেলিগ্রাম এবং ইউটিউব চ্যানেলে।
কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকলে টেলিগ্রাম চ্যানেলে করতে পারেন বা এখানে কমেন্ট করুন।
ধন্যবাদ।