
ফরিদপুরে অরক্ষিত রেল ক্রসিংয়ে গেট স্থাপনে আল্টিমেটাম
সারাদেশ
ফরিদপুর অফিস 2025-01-10
ফরিদপুরের সকল অরক্ষিত রেল ক্রসিংয়ে গেট স্থাপনের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) জেলা শাখা কমিটি। সম্প্রতি জেলার একটি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হওয়ার পর এই আল্টিমেটাম দেয় নিসআ।
শুক্রবার বিকেলে নিরাপদ সড়ক আন্দোলনের ফরিদপুর জেলা কমিটির সভাপতি আবরাব নাদিম ইতু ও সাধারণ সম্পাদক সালমান রহমান পিয়াল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ফরিদপুরে সড়ক ও রেল দুর্ঘটনা দিন দিন বেড়ে চলেছে। এরই ধারাবাহিকতায় গত ৭ই জানুয়ারি জেলা সদরের গেরদা এলাকায় গেট বিহীন অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস ছিটকে খাদে পরে পাঁচজন নিহত এবং চারজন গুরুতর আহত হয়।
নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) ফরিদপুর জেলা শাখা মনে করছে, এটি সাধারণ কোন দুর্ঘটনা নয়। বরং কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার ফসল। ভবিষ্যতে এমন অনাকাঙিক্ষত ঘটনা রোধে নিসআ ফরিদপুরের পক্ষ হতে রেল কর্তৃপক্ষ ও প্রশাসনকে ফরিদপুরের সকল অরক্ষিত ক্রসিংয়ে রেলগেট স্থাপন ও গেটম্যান নিয়োগের মাধ্যমে ৭২ ঘণ্টার আলটিমেটাম জানানো যাচ্ছে। এ সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে জেলা জনসাধারণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।