ফাহিম-রিপনে অল্পে আটকা চট্টগ্রাম 

ফাহিম-রিপনে অল্পে আটকা চট্টগ্রাম 

খেলা

স্পোর্টস ডেস্ক

2025-01-19

দারুণ ছন্দে থাকা চট্টগ্রাম কিংসকে ১২১ রানে আটকে দিয়েছে ফরচুন বরিশাল। দলটির স্থানীয় পেসার রিপন মন্ডল ও পাকিস্তানি পেস অলরাউন্ডার ফাহিম আশরাফ দারুণ বোলিং করে আটকে দিয়েছে চট্টগ্রামকে। ৮ উইকেটের মধ্যে সমান তিনটি করে ৬ উইকেট এই দুই পেসারই নিয়েছেন। 

টস হেরে ব্যাট করতে নেমে ২১ রানে পাকিস্তানি ওপেনার উসমান খান ফিরে যান। ১৩ বলে ১৯ রান করেন তিনি। দলের ২৯ রানে সাজঘরে ফিরলেও মাত্র ১ রান যোগ করেন ওপোনার পারভেজ ইমন। তার আগে ৮ রান করে ফিরে যান গ্রাহাম ক্লার্ক। 

ওই ধাক্কা আর সামলাতে পারেনি চট্টগ্রাম। অধিনায়ক মোহাম্মদ মিঠুন এক প্রান্তে দাঁড়িয়ে ৩৪ বলে ৩৫ রানের ইনিংস খেলেন। তিনি দুটি চারের সঙ্গে একটি ছক্কার শট খেলেন। আটে নেমে স্পিনার আরাফাত সানি ৩৪ বলে ২৭ রান যোগ করলে একশ’ ছাড়ানো সংগ্রহ পায় চট্টগ্রাম। 

ফাহিম আশরাফের স্লো মিডিয়াম বল খেলতেই পারেনি চট্টগ্রামের ব্যাটার। তিনি ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। রিপন মন্ডল ৪ ওভারে ২৩ রান দিয়ে নেন ৩ উইকেট। স্পিনার তানভির ৪ ওভারে দেন মাত্র ১৪ রান। তুলে নেন ২ উইকেট। 

© Samakal
Shares:
Leave a Reply