ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, মঙ্গলবার দিবাগত রাত ও বুধবার সকালে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ৫৯টি ক্ষেপণাস্ত্র ও ৫৪টি ড্রোন ভূপাতিত করেছে।
এদিকে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ভ্লাদিকাভকাজ শহরের একটি বিপণিবিতানে আগুন লেগে যায়। রাশিয়ার উত্তরাঞ্চলের ওই শহরের মেয়র জানায়, রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোনটিকে ধ্বংস করলেও এ বিধ্বস্ত অংশ পড়ে আগুন লাগার ঘটনা ঘটে।