সাতক্ষীরা খামারবাড়িতে দুদকের অভিযান

সাতক্ষীরা খামারবাড়িতে দুদকের অভিযান

সারাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি

2025-01-14

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, সিন্ডিকেট করে কৃষকদের কাছ থেকে বছরে প্রায় ৩৯ কোটি টাকা লোপাটের ঘটনায় সাতক্ষীরা খামারবাড়ির উপপরিচালকের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। মঙ্গলবার বিকেলে এ অভিযান চালানো হয়।

অভিযানটির নেতৃত্ব দেন দুদক খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম ও সহকারী পরিচালক মো. জাহিদ ফজল। 

খামারবাড়ির উপপরিচালক সাইফুল ইসলামের অফিসকক্ষে প্রবেশ করে তারা অভিযোগের বিষয়টি খতিয়ে দেখেন এবং কাগজপত্র যাচাই করেন। এর আগে তারা পাটকেলঘাটার সার ব্যবসায়ী কেশব সাধুর গোডাউনে যান এবং ব্যবসার বৈধতা খতিয়ে দেখেন।

অভিযান শেষে দুদক খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম বলেন, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে সাতক্ষীরায় সার ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বছরে ৩৯ কোটি টাকা লোপাট করছেন– এমন অভিযোগ উঠে আসে। সার ব্যবসায়ীরা সরকার নির্ধারিত প্রতি কেজি ২৭ টাকার সার ৩৮ টাকায় বিক্রি করছেন। 

দুদক ছদ্মবেশে বিষয়টি অনুসন্ধান করে অভিযোগের সত্যতা পায়। সারের ডিলার নিয়োগ নিয়েও বেশ কিছু অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে তারা সরেজমিন তদন্ত করেছেন। পরে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাতক্ষীরা খামারবাড়ির উপপরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘দুদকের আভিযানিক দল সারের দাম বেশি নেওয়া, বিএডিসি ডিলার নিয়োগে অনিয়ম-দুর্নীতির বিষয়টি আমাদের কাছে জানতে চেয়েছেন। বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখেছেন। সারের দাম বেশি নেওয়ার ঘটনাটি আমরাও তদন্ত করে অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছি।’ 

তিনি বলেন, ‘সরকার নির্ধারিত ২৭ টাকার সার ৩৮ টাকায় বিক্রি করাটা শাস্তিযোগ্য অপরাধ। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ 

© Samakal
Shares:
Leave a Reply