সাভারে যুবক হত্যায় ৩ আসামির মৃত্যুদণ্ড

সাভারে যুবক হত্যায় ৩ আসামির মৃত্যুদণ্ড

আইন ও বিচার

আদালত প্রতিবেদক

2025-01-17

সাভারে প্রায় ১২ বছর আগে জাহিদ হোসেন নামে এক যুবককে হত্যার দায়ে তিন আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসরাত জাহান মুন্নি এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন– কাজী আহসান তাকবীর, কাজল ও লাল চান। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও করা হয়েছে।
 
আসামিদের মধ্যে কাজলকে রায় ঘোষণার আগে আদালতে হাজির করা হয়। সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে পাঠানো হয়। অপর দুই আসামি পলাতক। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

জানা গেছে, আসামিদের সঙ্গে জাহিদের পূর্বশত্রুতা ছিল। এর জেরে ২০১৩ সালের ১৭ জুলাই দুপুরে লাল চান তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হিজলাপাড়া এলাকায় কুপিয়ে জখম করে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় জাহিদের বাবা সাভার থানায় মামলা করেন।

© Samakal
Shares:
Leave a Reply