Hello good people!

ট্রিকবিডিতে আবারো সবাইকে স্বাগতম!

যারা অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে কন্টেন্ট তৈরির প্রতি আগ্রহী, কিন্তু ভালো মাইক্রোফোনের অভাবে তৈরি করতে পারছেন না, তাদের জন্য বিকল্প একটি সমাধান হতে পারে ai ব্যবহার করা। টেকনোলজির এই যুগে প্রায় সবকিছুর‌ই কিছু না কিছু বিকল্প থাকে। ইউটিউবের video, ইন্সটাগ্রামের reels সহ বিভিন্ন বিষয়ের উপর এসব প্ল্যাটফর্ম মনিটাইজেশন দিয়ে থাকে।এই মনিটাইজেশন অন হলে আপনি আপনার কন্টেন্ট থেকে রেভিনিউ আর্ন করতে পারবেন খুব সহজে।

সাধারনত একটি ভালো কন্টেন্ট কিভাবে তৈরি করা যায়?

যে ক্যাটাগরির ভিডিওই তৈরি করেন না কেন আপনার ভিডিও ভালো হতে গেলে ৩ টি জিনিস ভালো হ‌ওয়া চাই। সেগুলো হলো অডিও, ভিডিও, এবং অ্যানিমেশন। ইতোমধ্যে আমি ভিডিও ও অ্যানিমেশন নিয়ে trickbd তে দুটি পোস্ট দিয়েছি।

কোনো সাবস্ক্রিপশন ছাড়াই Ai দিয়ে সহজেই তৈরি করুন আনলিমিটেড শর্ট ভিডিও

জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের Transition এবং overlay রিসোর্সগুলো যেভাবে ফ্রীতে ব্যবহার করবেন

আজকে আমি আলোচনা করবো অডিও নিয়ে। যেহেতু ট্রিকবিডিতে সাধারনত আমরা যেকোনো কিছুর ফ্রি টিউটোরিয়াল টিপস নিয়ে আপনাদের মাঝে শেয়ার করে থাকি, আজকেও তার ব্যতিক্রম নয়।


সাধারনত ai ভয়েস ডাবিং এর জন্য একটি সুপরিচিত ওয়েবসাইট হলো Elevenlab তবে এই ওয়েবসাইটটি হলো ফ্রিমিয়াম মেথডের। অর্থাৎ এর কিছু টাইম লিমিট আছে,আপনার সেটি শেষ হলে paid version কিনে নিতে হবে। বারবার একাউন্ট করা যেমন ঝামেলার তেমনি লিমিট নিয়ে কাজ করা অনেকের খারাপ লাগতে পারে। এর বিকল্প সমাধান নিয়েই আজকের পোস্ট।

আজকে যেটি নিয়ে আলোচনা করবো সেটির নাম হচ্ছে Speechma

ওয়েবসাইটের লিংক https://speechma.com/

ওয়েবসাইটটি খুব‌ই ক্লিন এবং ইউজার ফ্রেন্ডলি। একাউন্ট করার ঝামেলা নেই,Bin দিয়ে ক্রেডিট কার্ড তৈরির প্রয়োজন পড়ে না।লিংকে ক্লিক করলেই দেখবেন নিচের মতো একটি ওয়েবপেইজ লোড হয়েছে।

এবার আরেকটু নিচের দিকে স্ক্রল করলে voice এর অপশনটি পেয়ে যাবেন। সেখানে language হিসেবে bangla সিলেক্ট করে নিন।

এরপর voice কিংবা tone হিসেবে male ও female এর অপশন আছে।সেখানে আপনারা দুটি করে চারটি অপশন পেয়ে যাবেন।

যেকোন একটি ভয়েস সিলেক্ট করে নিন আপনার পছন্দমতো।এরপর উপরের text অপশনে আপনার লেখাটি লিখুন।


এখানে যে captcha আছে সেটি পূরন করে জেনারেটে ক্লিক করলেই সেটি রেজাল্ট এনে দিবে।


দেখুন আমার জেনারেট করা ফলাফল চলে আসছে। এভাবে আপনারা আনলিমিটেড ai audio তৈরি করতে পারবেন। ওয়েবসাইটে অযথা কোনো pop up অ্যাড না থাকায় অনেক ক্লিন এবং সহজ ব্যবহার করতে।

তো, আজ এই পর্যন্তই।আশা করি আপনাদের উপকারে আসবে।দেখা হবে নতুন কোনো টিপস নিয়ে। ট্রিকবিডিতে সাথেই থাকুন, ধন্যবাদ।

Shares:
Leave a Reply