অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমৃত্যু লড়াই করেছেন রবীন্দ্রনাথ সরেন

অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমৃত্যু লড়াই করেছেন রবীন্দ্রনাথ সরেন

বাংলাদেশ

সমকাল প্রতিবেদক

2025-01-13

আদিবাসী, ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তার মানুষসহ দেশের প্রান্তিক মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমৃত্যু লড়াই করেছেন রবীন্দ্রনাথ সরেন। এই মানুষটির ত্যাগ চির অম্লান হয়ে থাকবে। রবীন্দ্রনাথ সরেনের আদর্শকে আমাদের সবাইকে ধারণ করতে হবে। 

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে জাতীয় আদিবাসী পরিষদের প্রয়াত সভাপতি রবীন্দ্রনাথ সরেনের প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।

রবীন্দ্রনাথ সরেনের সহযোদ্ধা ও সুহৃদরা এ স্মরণসভার আয়োজন করেন।

বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সহ-সভাপতি টনি ম্যাথিউ চিরানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সহ-সাধারণ সম্পাদক ডা. গজেন্দ্রনাথ মাহাতো।

স্মরণসভার শুরুতে রবীন্দ্রনাথ সরেনের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়ে ও তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

জাতীয় স্মরণসভায় অতি সম্প্রতি জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক পাঠ্যবইয়ের প্রচ্ছদ থেকে আদিবাসী শব্দ বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতি কঠোর প্রতিবাদ জানিয়ে প্রয়াত রবীন্দ্রনাথ সরেনের ওপর বক্তব্য রাখেন লেখক ও গবেষক পাভেল পার্থ।

নিজেরা করি’র নির্বাহী পরিচালক ও অধিকার কর্মী খুশি কবীর তার বক্তব্যে রবীন্দ্রনাথ সরেনের স্মৃতিচারণ করে বলেন, তিনি চিরকালই দেশ-দেশের মানুষ, দেশের আদিবাসী সমাজের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে গেছেন।

এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা তার বক্তব্যে রবীন্দ্রনাথ সরেনের সংগ্রামী জীবনের সঙ্গে সম্প্রতি এনসিটিবির বাতিলকৃত বইয়ের প্রচ্ছদের প্রসঙ্গ টেনে বলেন, গ্রাফিতি কারও ব্যক্তি-সম্পত্তি না।

অন্যান্যর মধ্যে আরও বক্তব্য রাখেন সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সহ-সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য দীপায়ন খীসা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহমুদুল সুমন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি বিচিত্রা তির্কি প্রমুখ।

© Samakal
Shares:
Leave a Reply