আদালতের ওপর আস্থা হারিয়েছি: বুশরা বিবি

আদালতের ওপর আস্থা হারিয়েছি: বুশরা বিবি

বিশ্ব

অনলাইন ডেস্ক

2025-01-15

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির গত ২৬ নভেম্বরের ডি-চক বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট ১৩ মামলায় অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি)। বিচারক তাহির আব্বাস সুপ্রা ৫ হাজার রুপির জামিনদার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন।  

মঙ্গলবার এক প্রতিবেদনে বলা হয়, রেঞ্জার্স দুর্ঘটনা মামলায় বুশরা বিবিকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হলো। 

এদিকে বুশরা উদ্বেগ প্রকাশ করে বলেন, ইমরান ও আমার সঙ্গে যা ঘটেছে, তাতে আইনের ওপর আস্থা হারিয়েছে। আদালতের ওপর আস্থা হারিয়েছে। তার এমন মন্তব্যের জবাবে বিচারক সুপ্রা আশ্বস্ত করে বলেন, সব জায়গা থেকে আস্থা হারিয়ে যায়নি। বিচার ব্যবস্থা যেমন আছে, তেমনই কাজ করছে। এটা শেষ হলে সমাজ শেষ হয়ে যাবে। সামাটিভি।

 

© Samakal
Shares:
Leave a Reply