আদিবাসী ছাত্রদের সমাবেশে হামলায় জড়িতদের শনাক্ত করা হচ্ছে: প্রেস উইং

আদিবাসী ছাত্রদের সমাবেশে হামলায় জড়িতদের শনাক্ত করা হচ্ছে: প্রেস উইং

বাংলাদেশ

সমকাল প্রতিবেদক

2025-01-16

রাজধানীর মতিঝিলে আদিবাসী ছাত্রদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এ হামলার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে। বৃহস্পতিবার সকালে অন্তর্বর্তী সরকারের প্রেস উইংয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।  

এতে বলা হয়, বুধবার মতিঝিলের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে আদিবাসী ছাত্রদের একটি শান্তিপূর্ণ সমাবেশে হামলার ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে এ ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অপরাধীদের শনাক্ত করা হচ্ছে। শিগগিরই গ্রেপ্তার করা হবে। সকল দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে। 

বিবৃতিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনার আলোকে সরকার দ্ব্যর্থহীন ভাষায় পুনর্ব্যক্ত করছে যে, আইন নিজের হাতে তুলে নেওয়া, জাতিগত বিদ্বেষ ও ধর্মান্ধতার কোনো স্থান নেই বাংলাদেশে।

এতে আরও বলা হয়, সরকার সতর্ক করছে যে, দেশের সম্প্রীতি, শান্তি ও আইনশৃঙ্খলা পরিপস্থী কর্মকাণ্ডে যেই জড়িত হবে তাকে কঠোর পদক্ষেপের সম্মুখীন হতে হবে।

প্রসঙ্গত, পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ শব্দ-সংবলিত গ্রাফিতি (দেয়ালে আঁকা বিশেষ বার্তাবহ চিত্রকর্ম) রাখার পক্ষে-বিপক্ষে দুটি সংগঠনের কর্মসূচি ঘিরে হামলা-সংঘর্ষে অন্তত ৩৩ জন আহত হয়েছেন। বুধবার রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে এ ঘটনা ঘটে।
পার্বত্য চট্টগ্রামকেন্দ্রিক দুটি সংগঠন সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা এবং স্টুডেন্টস ফর সভরেন্টির কর্মীদের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে দু’পক্ষকে সরিয়ে দেয়। দুই সংগঠনেরই দাবি, অপর পক্ষ তাদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নেওয়া ব্যক্তিদের মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যই বেশি।
 

© Samakal
Shares:
Leave a Reply