আসসালামু ওয়ালাইকুম!

আজকের পোস্টে দেখাবো কিভাবে “Meta Verified Subscription” পারছেস করবেন তাও আবার ৫০% ডিস্কাউন্টে, ফেসবুক এপে মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশন কিনতে গেলে দেখবেন ৯৬০ টাকা শো করে নিচের মতন।

 

আমাদের “SpritEX Solution” এ আপনি এই ৯৬০ টাকার সাবস্ক্রিপসটাই পেয়ে যাবেন ৫০০ টাকাতে।

আমাদের থেকে সাবস্ক্রিপসন নিলে যেসব অতিরিক্ত সুবিধা পাবেনঃ.

১) ফেসবুক একাউন্ট ভেরিফাইড করতে গেলে প্রথমত মেটা ভেরিফাইড সাবস্ক্রিপসন কিনতে হয়, সেটা আমাদের কাছে ৯৬০ টাকার বদলে পেয়ে পাবেন ৫০০ টাকায়।

২) ২য়ত, আপনার ফেসবুক আইডিটা ভেরিফাই করতে হলে আপনার আইডির নাম আর জন্মতারিখ মিল থাকবে এমন ন্যাশনাল আইডি কার্ড সাবমিট দিয়েই আপনাকে আপনার ফেসবুক আইডিটা ভেরিফাই করতে হবে। অনেকের ন্যাশনাল আইডি কার্ড থাকেনা আবার অনেকের থাকলেও ফেসবুকের সাথে নাম বা জন্মতারিখের মিল থাকে না, সেজন্য আমাদের থেকে নিলে আমরা আপনার ফেসবুক আইডির সাথে নাম ও জন্মতারিখ মিল রেখে ন্যাশনাল আইডি কার্ড বানিয়ে দেবো। আমরা আপনাকে পিডিএফ  ফাইল প্রদান করবো, সেটাকে আপনার কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট লেমেনেটিং করে নিতে হবে।

তো কিভাবে কিনবেন আমাদের থেকে চলুন দেখিয়ে দেইঃ

প্রথমেই চলে যাবেন আমাদের ওয়েবসাইটের “Meta Verified Subscription” প্রোডাক্টের পেইজে অথবা এখানে ক্লিক করুন। তারপর নিচের মতন পেইজ দেখতে পাবেন।

তারপর আপনি “Add to Cart” এ ক্লিক করেন প্রোডাক্টটা কার্টে এড করে নিবেন।

কার্টে এড করা হয়ে গেলে এবার “View Cart” এ ক্লিক করবেন।

তারপর দেখবেন টোটাল ৫০০ টাকা দেখাচ্ছে, একাধিকবার এড হয়ে গেলে কমিয়ে নিবেন। এবার “Proceed to Checkout” এ ক্লিক করুন।

তারপর আপনার সব ইনফো ঠিকঠাক দিয়ে “Place Order” এ ক্লিক করুন। আর হ্যা, এখানে শুধু মাত্র বিকাশে পেমেন্ট করতে পারবেন অন্য কোনো মেথডে পেমেন্ট করলে আমাদের ফেসবুক পেইজে বা বিজনেজ WhatsApp এ মেসেজ দিবেন।

Place Order” এ ক্লিক করলে নিচের মতন বিকাশ পেমেন্ট পেইজে নিয়ে যাবে। সেখানে আপনি আপনার বিকাশ নাম্বার থেকে পেমেন্ট করে দিবেন।

পেমেন্ট হয়ে গেলে আপনাকে নিচের মতন “Order Info” পেজে নিয়ে যাবে। সেখানে আপনি একটা অর্ডার নাম্বার পাবেন।

অর্ডার নাম্বারটি আমাদের পেজে মেসেজ করে দিবেন অথবা অর্ডার ইনফো পেইজের স্ক্রিনশট দিবেন। তাহলে আমরা আপনার সাবক্রিপসন নিয়ে দিবো সাতে অন্যান্য যাবতীয় ডকুমেন্টসও আমরা প্রোভাইড করে দেবো।

ধন্যবাদ সবাইকে।

Shares:
Leave a Reply