আফিফ-বসিস্টোর ফিফটি, মাহিদুলের ঝড়ে দুইশ’ পার খুলনার

আফিফ-বসিস্টোর ফিফটি, মাহিদুলের ঝড়ে দুইশ’ পার খুলনার

খেলা

স্পোর্টস ডেস্ক

2025-01-19

দুর্বার রাজশাহীর বিপক্ষে দারুণ ব্যাটিং করেছে খুলনা টাইগার্স। সুপার ফোরের লড়াইয়ে এগিয়ে যাওয়ার ম্যাচে আফিফ হোসেন ও উইলিয়াম বসিস্টো ফিফটি করেছেন। ওপেনিংয়ে নেমে ভালো শুরু পান নাঈম শেখ ও মেহেদী মিরাজ। শেষে মাহিদুল অঙ্গনের ঝড়ে ৪ উইকেট হারিয়ে ২০৯ রান করেছে খুলনা। 

চট্টগ্রাম পর্বে রোববারের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৩.৫ ওভারে ৪২ রানের ওপেনিং জুটি পায় খুলনা। ওপেনার নাঈম শেখ ১৪ বলে ২৭ রান করে আউট হন। দুটি করে চার ও ছক্কা মারেন। ১৩ বলে ২৬ রান করেন ওপেনিংয়ে নামা মেহেদী মিরাজ। তার ব্যাট থেকে তিনটি চারের সঙ্গে আসে দুটি ছক্কার। 

এরপর চারে নামা আফিফ হোসেন ও পাঁচে নামা বসিস্টো ১১৩ রানের জুটি গড়েন। আফিফ খেলেন ৪২ বলে ৫৬ রানের ইনিংস। তিনটি করে চার ও ছক্কা আসে বাঁ-হাতি ব্যাটারের ব্যাট থেকে। বসিস্টো ৩৭ বলে ৫৫ রানের হার না মানা ইনিংস খেলেন। চারটি চারের সঙ্গে একটি ওভার বাউন্ডারি তোলেন তিনি। 

শেষটায় ১২ বলে ৩০ রানের ইনিংস খেলেন মাহিদুল অঙ্কন। খুলনার স্লোগারের ব্যাট থেকে আসে চারটি ছক্কার শট। রাজশাহীর হয়ে পেসার তাসকিন ৪ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন।   

© Samakal
Shares:
Leave a Reply