ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে তীব্র হামলা রাশিয়ার

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে তীব্র হামলা রাশিয়ার

বিশ্ব

অনলাইন ডেস্ক

2025-01-15

ইউক্রেনের জ্বালানি খাতে ব্যাপক হামলা চালিয়ে রাশিয়া। গতকাল বুধবার কিয়েভের পক্ষ থেকে জানানো হয়, একঝাঁক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এসব হামলা চালানো হয়েছে। এ পরিস্থিতিতে বাধ্য হয়ে দেশটির পশ্চিমাঞ্চলে সাতটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রাখতে হয়।

যুদ্ধ শুরুর পর রাশিয়ার অস্ত্র তৈরির কারখানায় ইউক্রেনের চালানো সবচেয়ে বড় বিমান হামলার এক দিন পর মস্কো এ পাল্টা হামলা চালাল। এসব কারখানা সীমান্ত এলাকা থেকে কয়েকশ মাইল ভেতরে। ইউক্রেনের বিমানবাহিনীর বরাত দিয়ে এএফপি জানায়, রাশিয়া মঙ্গলবার রাতভর ৪৩টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৭৪টি ড্রোন হামলা চালায়। পশ্চিম ইউক্রেনের জ্বালানি সরবরাহের স্থাপনাগুলোকে লক্ষ্য করে এসব হামলা হয়েছে। পশ্চিমাঞ্চলী লাভিভ অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে রুশ ক্ষেপণাস্ত্র। সাতটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ হয়ে যায়।

এদিকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতির পরিকল্পনা বাস্তবায়নে কয়েক মাস লেগে যেতে পারে বলে মনে করেন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের অন্তত দু’জন উপদেষ্টা। পরিস্থিতি বিবেচনা করে ট্রাম্পের দুই সহযোগী রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। এর আগে ট্রাম্পের আসন্ন প্রশাসনের রাশিয়া ও ইউক্রেনবিষয়ক দূত লেফটেন্যান্ট জেনারেল কেইথ কেলগ এক সাক্ষাৎকারে বলেন, তিনি মনে করি, ১০০ দিনের মধ্যে সমাধানে পৌঁছানো সম্ভব।

উপদেষ্টা ও দূতের বক্তব্য প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্পের মন্তব্যের সঙ্গে মিলছে না। ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারণায় বলেছিলেন, প্রেসিডেন্ট হয়েই তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাত বন্ধ করবেন।

© Samakal
Shares:
Leave a Reply