ইসি জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে

ইসি জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে

রাজনীতি

 সমকাল প্রতিবেদক

2025-01-13

জাতীয় সংসদ নির্বাচন এবং সব স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে কখনোই সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, তাদের সামগ্রিক ফোকাস (লক্ষ্য) জাতীয় নির্বাচন। কমিশন এ নির্বাচনের দিকে এগোচ্ছে। সরকার যদি মনে করে কিছু নির্বাচন আগে করাবে, তাহলে সেভাবেই আয়োজন করা হবে।
গতকাল রোববার ইসির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে কমিশনের সভা অনুষ্ঠিত হয়। এ সময় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিন ঘণ্টাব্যাপী সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে। পত্রপত্রিকায় দেখা যাচ্ছে, কেউ কেউ একই সঙ্গে সব নির্বাচন করার বা সব স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে-বিপক্ষে মত দিচ্ছেন। কমিশন এ নিয়ে আলোচনা করেছে। শুধু নির্বাচন অনুষ্ঠান নয়, পরিবর্তিত পরিস্থিতিতে বাস্তবতা হচ্ছে– একটা সংস্কার কমিশন কাজ করছে। তাদের প্রস্তাব সামনে আসবে। এটাকে ধারণ করে আইন-বিধিমালায় কোনো সংশোধন করা দরকার হলে সেটা করতে সময় লাগবে। এ ছাড়া দেশে নির্বাচনী পরিবেশও একটা বড় বিষয়।

ইসি সানাউল্লাহ বলেন, ‘জাতীয় নির্বাচন করতে হলে আমাদের একটা বড় সময় দিতে হবে। এমন কোনো ঘটনা সামনে আসা ঠিক হবে না যেটা জাতীয় নির্বাচন ব্যাহত করে। এমন অবস্থায় আমি নিশ্চিত সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকার, সকল পক্ষ এগুলো বিবেচনা করে যে সিদ্ধান্ত নেবে, আমরা তা বাস্তবায়ন করব। তাতে যদি সরকার মনে করে কিছু নির্বাচন আগে করাবে, তাহলে আমাদের সেভাবে করতে হবে। তবে সরকার যদি চায় আমাদের দিয়ে সব নির্বাচন একসঙ্গে করাবে, সেই ক্ষেত্রে আমাদের অবস্থান হলো, সব নির্বাচন একসঙ্গে করা ঠিক 
হবে না।’

ইভিএম নিয়ে কমিশনার বলেন, ইভিএম প্রকল্প শেষ হয়েছে। তবে এখনও ইভিএম নির্বাচন কমিশনে হস্তান্তর করা হয়নি। আমরা জানি না, ভবিষ্যতে ইভিএম কীভাবে ব্যবহার হবে। বর্তমানে যেসব ইভিএম আছে, তা জরুরি ভিত্তিতে বুঝে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ইসি সানাউল্লাহ আরও জানান, হালনাগাদের লক্ষ্যে ২০ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের কাজ ওইদিন আনুষ্ঠনিকভাবে উদ্বোধন করবে ইসি। রোহিঙ্গা এবং বিদেশি নাগরিকদের ভোটার হওয়া ঠেকাতে বিশেষ এলাকায় (চট্টগ্রাম অঞ্চল) ভোটার নিবন্ধনের জন্য বিশেষ ফরম করা হয়েছে। দীর্ঘসূত্রতা দূর করে ফরমের ব্যবহার সহজ করতে কমিশন ব্যবস্থা নেবে। 
সভায় নির্বাচন কমিশন সচিবালয়ে জনবল কাঠামো ও সরঞ্জাম হালনাগাদের বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। 

© Samakal
Shares:
Leave a Reply