আসসালামু আলাইকুম ।

আমি জানি ট্রিকবিডিতে আর্নিং অ্যাপ নিয়ে পোস্ট করা নিষিদ্ধ । তারপরও উপযুক্ত পেমেন্ট প্রুফ দিয়ে পোস্টটি করছি কারণ এতে অনেকের ঈদের সালামি চলে আসবে । চলুন শুরু করা যাক ।

শুরুতেই কথা বলব পেমেন্ট প্রুফ নিয়ে :
পোস্ট লেখার সময়ের ছবি

App এর উইথড্র হিস্ট্রি

ঠিক এক মিনিটের মধ্যে

সবগুলো আমার ফোনের স্ক্রিনশট কিনা, উইথড্রো টাইম এবং পেমেন্ট পাওয়ার সময় ইত্যাদি মিলিয়ে নিবেন । সবশেষে একটা রিকুয়েস্ট থাকবে কে কত ইনকাম করতে পারলেন সেটা কমেন্টে জানালে অন্যরাও আপনার দেখে একটু চেষ্টা করলে তারাও ইনকাম করতে পারবে ।


এই অ্যাপ সম্পর্কে একটু জেনে নিন :
1. অ্যাপ টা অটোমেটিক এক মিনিটের ভিতরে ইনস্টান্ট পেমেন্ট করে দেয় ।
2. দশ তারিখ পর্যন্ত আনলিমিটেড রেফার করতে পারবেন ।
3. প্রতিটি রেফারের জন্য পাবেন দশ টাকা করে, মাত্র ৫০ টাকা হলেই উইড্রো করতে পারবেন । রেফার কোড ছাড়া বোনাসের টাকা পাওয়া যায় না ।
4. এখান থেকে গেম খেলেও য়ার্নিং করা যায় ।
5. একটি ফোনে একটি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন, আমি একটি ফোনে একাধিক করার চেষ্টা করেছি কিন্তু রেফার কাউন্ট করে না ।

কিভাবে কি করবেন দেখে নিন:

1. https://playwinvibe.com (রেফার ছাড়া লিংক) প্রথমে এই অ্যাপসটা ডাউনলোড ও ইন্সটল করে ওপেন করুন ।
C আপনার মোবাইল নাম্বার দিন । Next এ ক্লিক করুন

আপনার নাম্বারে যাওয়া ওটিপিটি এখানে দিন ও verify এ ক্লিক করুন

• আপনার নাম
• রেফার কোড ( 510899 )
• ছয় সংখ্যার পাসওয়ার্ড
• সেম পাসওয়ার্ড দিয়ে Update ক্লিক করলে অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হবে ।

হোমপেজে আসলেই তাদের রেফারেল ক্যাম্পেইনটি দেখতে পাবেন । গতরাতে পেমেন্ট নিয়ে তারপর আজ পোস্ট করলাম তাই আমার ব্যালেন্স জিরো ।

নিচের দিকে refferal ক্লিক করলে আপনার রেফার কোড পেয়ে যাবেন ।

উইথড্রো কিভাবে দিবেন :
একদম নিচে ডান কোনায় Wallet এ ক্লিক করুন । এবার withdraw এর উপর একটা ক্লিক দিন ।

এবার সর্বনিম্ন ৫০ টাকা এবং বিকাশ কিংবা নগদ যে কোন একটি সেট করে দিন ।

নাম্বারটি ভেরিফাইয়ের জন্য ওটিপি যাবে ওটিপিটি ঠিকঠাক বসাবেন দেখবেন সর্বোচ্চ এক মিনিটের ভেতর পেমেন্ট দিয়ে দিবে ।

আপনি যত রেফার করতে পারবেন আপনার ইনকাম তত বেশি হবে । আর মনে রাখবেন অ্যাপসটা ইন্সট্যান্ট পেমেন্ট করে দেয় । আমি অ্যাপসের কোন প্রোমোটার নই এবং অ্যাপস এর সঙ্গে আমার ইন্টার্নাল কোন সম্পর্ক নেই । এই অ্যাপসটি অনেক দিন ধরে পেমেন্ট করছে দেখে পোস্টটা করলাম । এরপরেও যদি সমস্যা হয় বা যদি আপনার আরো পেমেন্ট প্রুফ এর প্রয়োজন হয় তাহলে একটু কষ্ট করে ইউটিউবে গিয়ে সার্চ দিলে হাজার হাজার পেমেন্ট প্রুফ দেখতে পাবেন । অ্যাপসটি অনেকদিন ধরে পেমেন্ট করে আসছে বিধয় পোস্টটা করলাম । সময় স্বল্পতার কারণে কোডিং না করে পোস্ট করলাম, উপকৃত হলে কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ।

Shares:
Leave a Reply