আসসালামু আলাইকুম । আশা করি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন।  আপনাদের সাথে প্রযুক্তি রিলেটেড আরেকটি নতুন খবর নিয়ে হাজির হয়েছি।  পোস্টার টাইটেল দেখে আপনারা হয়তো বুঝেই গিয়েছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে।  তার আগে একটা কথা,  আপনাদের যদি পোস্টটি পড়ার মত সময় না থাকে কিংবা আপনি যদি এই পোস্টটি সংক্ষিপ্ত ভাবে পড়তে চান তাহলে এখানে ক্লিক করুন।  তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। 

২০২৪ সাল থেকে চ্যাট জিপিটি বাজারে আসার পর,  এ আই বাজারে একটি বড় বিপ্লবের সৃষ্টি হয়েছে।  এখন মানুষ তার দৈনন্দিন জীবনের যাবতীয় কাজ  এআই এর উপরই নির্ভরশীল হয়ে উঠেছে।  আগে মানুষ কষ্ট করে কোন কিছু খুঁজে বের করত কিন্তু এআই আসার পর থেকে মানুষ আর তেমন পরিশ্রম করে না।  শুধু এআইএ একটি প্রম্পট  লিখে আর এআই সেই তথ্যটি  নিমেষেই হাজির করে দেয়।  এখন চাকরির বাজারেও এআই আসতে চলেছে।  গুগল এমন এক ধরনের  এআই পরিষেবা চালু করতে যাচ্ছে যার ফলে মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নির্ভর করেই চাকরি খুঁজতে পারবে। 

চাকরিপ্রার্থীদের জন্য বলতে গেলে এটি একটি খুশির সংবাদই।  এই কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষকে চাকরি খুঁজে দিবে এবং আবেদন প্রক্রিয়াকে আরো সহজ করে দিতে সাহায্য করবে।  চাকরি খোঁজা এবং আবেদন প্রক্রিয়াকে আরো সহজ করার জন্য যে এ  এ আই গুগল বাজারে আনতে চলেছে তার নাম হলো “ ক্যারিয়ার ড্রিমার” ।  ক্যারিয়ার  ড্রিমার নামক  কৃত্রিম বুদ্ধিমত্তা টুলটি চাকরি প্রার্থীর অভিজ্ঞতা,  শিক্ষাগত যোগ্যতা,  দক্ষতা এবং আগ্রহ বিশ্লেষণ করে ব্যবহারকারীর জন্য উপযুক্ত চাকরি খুঁজে বের করতে সাহায্য করবে। 

Google এই টুলটির ব্যাপারে জানিয়েছে যে,  ক্যারিয়ার ড্রিমার  টুলটি ব্যবহারকারীর  দক্ষতা চিহ্নিত করবে এবং সেগুলোকে পেশাগত জীবনে কোন কোন জায়গায় কাজে লাগানো যায় সেটা বিশ্লেষণ করবে।  তারপরে ব্যবহারকারীর জন্য উপযুক্ত চাকরি একটি লিস্ট প্রদান করবে।  এই কৃত্রিম বুদ্ধিমত্তা টুলসটি চাকরিপ্রার্থীকে সাক্ষাৎকারের প্রস্তুতি নিতেও বড় ভূমিকা রাখবে। 

 ক্যারিয়ার ড্রিমার কিভাবে কাজ করবে? 

 এখন অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে এই নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা টুলটি কিভাবে চাকরি তথ্য প্রদান করবে?  উত্তরে বলতে চাই,  এই   টুলটি বর্তমানে প্রচলিত চাকরি খোঁজার প্ল্যাটফর্ম যেমন  লিংকডইন, ইনডিড  ইত্যাদি এর মত সরাসরি চাকরির বিজ্ঞাপন ব্যবহারকারীকে দেখাবে না।  এটি প্রথমে ব্যবহারকারীর তথ্য গ্রহণ করবে তারপরে ব্যবহারকারীদের নিজস্ব যোগ্যতার উপর ভিত্তি করে চাকরির একটি তালিকা প্রদান করবে।  এর মাধ্যমে ব্যবহারকারী তার কাঙ্খিত চাকরিটি খুঁজে পাবে। 

 আবার  চাকরির ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হল কাভার লেটার  ( সিভি)  তৈরি করা। এই কৃত্রিম বুদ্ধিমত্তা টুলসটি ব্যবহারকারীদের কভার লেটার লিখতেও সাহায্য করবে।  এর জন্য এই টুলসটি ব্যবহার করবে জেমেনি  চ্যাটবট  প্রযুক্তি। 

 

এখন অনেকের একটি বিষয় নিয়ে চিন্তা হতে পারে,  যে এটি তো সমগ্র  বিশ্বের জন্য প্রচলিত।  তাহলে হয়তো চাকরিও দিবে আন্তর্জাতিকভাবে।  কিন্তু আপনার ধারণাটি ভুল।  এই টুলস টি ব্যবহার করে ব্যবহারকারী তার জন্য উপযুক্ত ও সামঞ্জস্যপূর্ণ চাকরি পাওয়ার পাশাপাশি ব্যবহারকারীর দিকনির্দেশনা দেওয়া স্থানীয় চাকরির সন্ধান দিবে।  যার মাধ্যমে ব্যবহারকারী তার আশেপাশের চাকরির তথ্য খুঁজে পাবে।  বর্তমানে এই টুলসটি পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্রে চালু করেছে গুগল।  তবে এটি,  অন্যান্য দেশের জন্য কবে চালু করবে সেটার বিষয়ে কোনো তথ্য  google এখনো প্রদান করেনি।  তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এটি সমগ্র বিশ্বের জন্য চালু করা হবে। 

 আজকে এই পর্যন্তই।  যদি পোস্টটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন।  আর নিয়মিত এমন পোস্ট পাওয়ার জন্য ট্রিকবিডির সাথেই  থাকুন।  কোন ভুল থাকলে কমেন্টে জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন ধন্যবাদ। 

 

🎉 প্রশ্ন-উত্তর করে ইনকাম 🎉

প্রশ্ন-উত্তর করে ইনকাম করার জন্য ভিজিট করুণ
WWW.EASYANSWER.TOP

✅ প্রশ্ন-উত্তর করার পূর্বে অবশ্যই এই পোস্টটি পড়ুন।

🔥৮০ প্রশ্ন ও ৮০ উত্তর (৫০ টাকা)🔥

তাই দেরি না করে এখনই ভিজিট করুন Easyanswer এ🚀

#  Visit: Easyanswer 

Shares:
Leave a Reply