এবার মাদকদ্রব্য অধিদপ্তরের ডিসপ্লেতে ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’ বার্তা

এবার মাদকদ্রব্য অধিদপ্তরের ডিসপ্লেতে ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’ বার্তা

রাজধানী

সমকাল প্রতিবেদক

<time class="op-modified" dateTime="2025-01-13"2025-01-13
2025-01-13

রাজধানীর গেন্ডারিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের ডিজিটাল ডিসপ্লেতে ভেসে উঠেছে 'ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরে আসবে'। রোববার গভীর রাতে এই লেখা ভেসে উঠে। এ নিয়ে অধিদপ্তরে তোলপাড় শুরু হয়েছে। বিষয়টি তদন্তে ডিএনসির পক্ষ থেকে চার সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া গেন্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

জানা গেছে, গেন্ডারিয়ায় একই ভবনে ডিএনসির ঢাকায় বিভাগীয় কার্যালয় ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা জেলা ও বিভাগীয় গোয়েন্দা কার্যালয়। ভবনের ছাদের বাইরের দিকে একটি ডিজিটাল ডিসপ্লে বোর্ড রয়েছে। তাতে ২৪ ঘণ্টা মাদকবিরোধী নানা স্লোগান লেখা থাকে। লাল অক্ষরে এসব লেখা ভেসে ওঠে। রোববার রাত সাড়ে ১২টার দিকে তাতে 'ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরে আসবে' লেখা ভেসে উঠে। এতে ক্ষুব্ধ হন স্থানীয়রা। তারা কার্যালয়ের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন।

গেন্ডারিয়া থানার ওসি আবু সাহেদ খান সমকালকে বলেন, ডিসপ্লেতে ছাত্রলীগ নিয়ে ওই লেখা দেখে স্থানীয় লোকজন কার্যালয়ের সামনে জড়ো হয়। পরে রাতে দায়িত্বরত একজন সঙ্গে সঙ্গে ডিসপ্লে বন্ধ করে দেন। লোকজনকে শান্ত করা হয়। 

ওসি জানান, ডিসপ্লে বোর্ড নিয়ন্ত্রিত হয় চারতলার একটি কক্ষ থেকে। সেটি তালাবদ্ধ ছিল। জিডি হয়েছে। তদন্ত চলছে।

ডিএনসির ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এস এম শওকত ইসলাম সমকালকে বলেন, ঘটনা তদন্তে চার সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে পরিচালক (নিরোধ ও শিক্ষা) মাসুদ হোসেনকে। এই লেখাটি কীভাবে ডিসপ্লেতে এলো তা খতিয়ে দেখবে এই কমিটি। সাত দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এর আগেও নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ড, মসজিদের স্ক্রিন ও কমলাপুর স্টেশনের স্ক্রিনে আওয়ামী লীগের পক্ষ নানা লেখা ভেসে ওঠে।

© Samakal
Shares:
Leave a Reply