ট্রিকবিডিতে সবাইকে স্বাগতম

আপনারা সবাই হয়তো ইতোমধ্যে জেনে থাকবেন ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে মনিটাইজেশন আর্ন করে টাকা বা ডলার ইনকাম করা যায়। তাছাড়া পেইড স্পন্সর নিয়ে অনেকে বিভিন্ন ব্র্যান্ড এর মার্কেটিং করে প্রচুর আয় করছে। আর ভিডিও মানুষের কাছে আকর্ষণীয় হওয়ার জন্য সাবটাইটেল এর বিকল্প নেই।

আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, বিশেষত যারা ডকুমেন্টারি টাইপ ভিডিও তৈরিতে আগ্রহী আজকের পোস্টটি তাদের জন্য। যেকোনো ভিডিওতে যখন নিচে সাবটাইটেল থাকে তখন আকর্ষণ করা অধিক সহজ হয়। তাছাড়া যখন সেখানে জটিল কোনো ইংরেজি ওয়ার্ড বা সায়েন্টিফিক টার্ম ইউজ করা হয় , তখন অনেকসময় ভিডিওর সাথে ম্যাচআপ করা সম্ভব হয়না।
আজকে আমি দেখাবো আপনারা কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ফ্রিতেই ভিডিও থেকে সাবটাইটেল জেনারেট করতে পারবেন। এতে আপনাকে টাইমস্ট্যাম্প(timestamp) দিয়ে দিয়ে সাবটাইটেল তৈরি করতে হবে না। আপনার সম্পূর্ন কাজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে অটোমেট হয়ে যাবে। আপনি কেবল ভিডিও আপলোড দিবেন আর ঐআই আপনার বাদবাকি কাজ তৈরি করে দিবে।
চলুন শুরু করা যাক
প্রথমে আপনাদের লাগবে একটি extension সাপোর্টেড ব্রাউজার। পিসি ইউজাররা ফায়ারফক্স আর মোবাইল ইউজাররা Kiwi browser ইউজ করতে পারেন।
এখন নিচের এক্সটেনশন ডাউনলোড করে নিন।
এক্সটেনশন লিংক ( এখানে ক্লিক করুন)
প্রথমে ব্রাউজারে নিচের লিংকটি কপি করে নিন
😂https://happyscribe.com/#dotbypasser😂
এরপর আপনারা usa vpn কানেক্ট করে আপনার kiwi browser এ পেস্ট করে নিন।
এখানে get started ক্লিক করূন
আপনারা gmail দিয়ে সাইনআপ করতে পারবেন।
এরপর ত্রি ডট অপশনে ক্লিক করে subscribe অপশনে ক্লিক করে নিন।
এখান থেকে pro plan সিলেক্ট করবেন। তারপর নিচে স্ক্রল করে নিবেন।
ঠিক সেই মুহূর্তে ব্রাউজারে extension যোগ করে নিন
এক্সটেনশন যোগ করতে নিচের স্ক্রিনশট ফলো করুন
এরপর আপনারা extension এর এখানে configure এর জায়গায় নিচের bin সিলেক্ট করবেন।
Bin= 4312316013 এরপর সেভ করবেন
তারপর proceed to payment এ ক্লিক করবেন।
সেখানে random usa address দিয়ে নিচের ছবির মতো কার্ড ডিটেইলস দিবেন।
তারপর কনফার্ম দিয়ে সাবস্ক্রাইব করবেন। প্রথমদিকে error আসতে থাকবে। তবে আপনারা নিচের ভিডিও দেখে বুঝবেন বারবার ক্লিক করতে থাকলে সেটি সাকসেস হয়ে যাবে।
উপরের ভিডিওটি দেখে বুঝতে পারছেন হিট হতে সময় লাগে।
এখন কিভাবে subtitles যোগ করবেন
সাবটাইটেল যোগ করার জন্য ফাইল সেকশনে যাবেন। তারপর ফাইলের নাম টাইপ করে সেভ করলে নিচের মতো আপলোড অপশন চলে আসবে।
এখানে subtitles সিলেক্ট করবেন। তারপর ফাইল আপলোড করে দিবেন।
সেটিংস অংশে অবশ্যই bengali সিলেক্ট করে নিবেন।তারপর ক্রিয়েটে ক্লিক করবেন।
দেখুন সাবটাইটেল তৈরি হয়ে গেছে।
আমি স্ক্রিন রেকর্ড করে টেস্ট করেছিলাম। তবে আপনারা অবশ্যই ক্লিন ভয়েস আপলোড দেয়ার ট্রাই করবেন। অনেকসময় ব্যাকগ্রাউন্ড মিউজিকে ইরর চলে আসে
তো, আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগবে। ট্রিকবিডিতে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ট্রিকস নিয়ে …