এসআই খুনের ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ

এসআই খুনের ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ

সারাদেশ

নেত্রকোনা প্রতিনিধি

2025-01-10

নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়ায় পুলিশের এক এসআইকে কুপিয়ে হত্যার ঘটনায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের উকিলপাড়ায় পান মহলের গলিতে এসআই শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পুলিশের ধারণা, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

নিহত শফিকুল ইসলাম উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি জামালপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন। ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন।  

স্থানীয় ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শফিকুল বৃহস্পতিবার সন্ধ্যায় বাজার করার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন। পথে পানমহাল রোড এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় তিন থেকে চারজন দুর্বৃত্ত দেশি অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে তাঁর বাঁ পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি হাত, বুক, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসা অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে শফিকুলের মৃত্যু হয়। 

দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারহানা বলেন, ধারালো অস্ত্রের আঘাতে শফিকুলের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। এ ছাড়াও তাঁর শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য জখমের চিহ্ন রয়েছে। 

বৃহস্পতিবার দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলাকারীদের ধরতে পুলিশ কাজ করছে।
 

© Samakal
Shares:
Leave a Reply