এ. কে. আজাদের দেওয়া কম্বল পেল  তিন হাজার মানুষ

এ. কে. আজাদের দেওয়া কম্বল পেল তিন হাজার মানুষ

সারাদেশ

 ফরিদপুর অফিস

2025-01-19

শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এ. কে. আজাদের পক্ষ থেকে ফরিদপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দশ দিনব্যাপী কার্যক্রমের অষ্টম দিন গতকাল শনিবার সদর উপজেলার তিন ইউনিয়নে তিন হাজার শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। 

শাহ্‌জালাল ইসলামী ব্যাংক পিএলসির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় গত ১১ জানুয়ারি ফরিদপুরে কম্বল বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। পর্যায়ক্রমে সদরের ১২টি ইউনিয়ন ও পৌর এলাকার ২৭টি ওয়ার্ডে ২০ হাজার কম্বল দেওয়া হবে। এতে সহায়তা করছে সমকাল সুহৃদ সমাবেশ ও ফরিদপুরের পাঁচটি বেসরকারি উন্নয়ন সংস্থা– এফডিএ, বিএফএফ, একেকে, এসডিসি এবং পিডব্লিউ।
গতকাল পর্যায়ক্রমে আলিয়াবাদ ইউনিয়নের বায়তুল আমান এলাকার আদর্শ একাডেমি মাঠে, কৈজুরি ইউনিয়নের মুরিরাদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও গেরদা ইউনিয়নের গেরদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মোট তিন হাজার কম্বল বিতরণ করা হয়। শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের ফরিদপুর শাখার ব্যবস্থাপক কে এম আনিসুর রহমানের তত্ত্বাবধানে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক আবুল কালাম আজাদ, এফডিএর নির্বাহী পরিচালক সাহের আলম, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, পিডব্লিউর নির্বাহী পরিচালক হাফিজুর রহমান, একেকের নির্বাহী পরিচালক আব্দুল জলিল, উপপরিচালক বি এম আলাউদ্দীন প্রমুখ।

শীতবস্ত্র বিতরণকালে হা-মীম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন বলেন, শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এ. কে. আজাদের নির্দেশনায় ব্যাংকটি বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। 

© Samakal
Shares:
Leave a Reply