
ওয়ার্কশপ খাতে আগের ভ্যাট বহাল করলো এনবিআর
অন্যান্য
সমকাল প্রতিবেদক <time class="op-modified" dateTime="2025-01-20"2025-01-20
2025-01-20
ওয়ার্কশপ খাতে ভ্যাট প্রত্যাহার করে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ সোমবার এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের সঙ্গে আলোচনা শেষে এ ঘোষণা দেওয়া হয়।
এনবিআর জানায়, গত ৯ জানুয়ারি অধ্যাদেশ জারি করে ওয়ার্কশপ খাতে ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল। তবে সেটি আবারও আগের হারে ফিরিয়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ ওয়ার্কশপে ভ্যাট ১০ শতাংশই থাকছে।
এর আগে গত ১৬ জানুয়ারি হোটেল, রেস্তোরাঁ খাতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করেছিল এনবিআর।