কক্সবাজারে স্বেচ্ছাসেবক লীগ নেতা টিপু হত্যায় নারীসহ আটক ৩

কক্সবাজারে স্বেচ্ছাসেবক লীগ নেতা টিপু হত্যায় নারীসহ আটক ৩

সারাদেশ

কক্সবাজার প্রতিনিধি

2025-01-14

কক্সবাজার সমুদ্র সৈকতে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে কক্সবাজার জেলা পুলিশ। মঙ্গলবার সন্ধায় কক্সবাজারের পুলিশ সুপার রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। 

আটক তিনজনই সরাসরি হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি করেন তিনি। এছাড়া হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন জানান, আটক ৩ জনের মধ্যে একজন নারী রয়েছে। বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামীকাল বুধবার জানানো হবে। 

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, ৩ জনকেই একসঙ্গে মৌলভীবাজার থেকে মঙ্গলবার বিকেলে আটক করা হয়। তাদের কক্সবাজার আনা হচ্ছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সিগাল হোটেলের সামনে কাঠের সেতুতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন তিনি।

© Samakal
Shares:
Leave a Reply