
কবিতা
সুহৃদ সমাবেশ
সমকাল ডেস্ক 2025-01-14
জীবন শূন্যতা
আসাদুজ্জামান আসাদ
কুয়াশায় ঢাকা নীলাকাশ
ধরায় বইছে কনকনে শীতল বাতাস
দিগন্ত জোড়া মাঠে সবুজ চারা।
চোখে দ্রোহের আগুন
বুকফাটা কান্না, কোথায় শান্তি
খুঁজে ফিরি প্রশান্তির ঠিকানা?
জীবনের পড়ন্ত বিকেলে দেখি বাঁচার স্বপ্ন
শুনতে পাই সংগীত সুর
আহ! যা বড়ই নিদারুণ।
শিশির বিন্দু, পড়েছে রোদের ঝিলিক
সেখানে মিলে না জীবনের হিসাব-নিকাশ।
আকাশের বৃষ্টি, পাহাড়ি ঝরনা
নিঃশব্দে ভাসে কচুরিপানা
আমি অনুরূপে, দেখেছি জীবন শূন্যতার
বৈচিত্র্য প্রতিচ্ছবি।
পাপ-পুণ্য
হোসাইন আক্তার
মৃত্যুর চেয়ে আপন পরম সত্য
আর কী হয়!
তবুও কেন মানুষ ভয় পায়?
মায়া মন্ত্র সবই যন্ত্র
মৃত্যুতেই শেষ!
তবুও কেন কাটে না
ক্ষণিকের এই রেশ?
জন্মে হয় পাপ
মৃত্যুতে হয় পুণ্য
হিসাব যখন শূন্য
তবেই মানবজীবন হবে ধন্য।
জীবনের গান
শফিক শাহরিয়ার
ছাড়ব না কোনোদিন আমাদের হাত
একসঙ্গে কাজ করি এই বাজিমাত।
তারুণ্যের হাতে হাত রাখো গ্রামবাসী
সুখে-দুঃখে চিরদিন রই পাশাপাশি।
জুলুমের দিন শেষ আজ বড় জয়
তরুণের বল আছে নেই কারও ভয়।
চলবে না কারও প্রতি কোনো নিপীড়ন
প্রতিবাদী মানুষের বড় প্রয়োজন।
অসহায় মানুষের মুখভরা হাসি
এই হাসি এই খুশি চাই বারোমাসি।
একতার সুরে আসে আগামীর দিন
শুধিতে হবে এসো সবটুকু ঋণ।
হাতে হাত রেখে গাই জীবনের গান
একে অপরের প্রতি বেড়ে যায় টান।
নিষ্পাপ
শফিকুল আলম সবুজ
যে বুকে বিরহের আগুনে দগ্ধ হয়ে
প্রেমঘাস জমে না; সে বুকে
কীভাবে ঠায় দেব তোমার মতো
নিষ্পাপ বৃক্ষকে?
এর চেয়ে বরং আমার বক্ষে রোপণ কর;
তোমার যত অভিযোগ, অভিমান, রাগ
এবং ক্ষোভকে…।