কালিয়া উপজেলার ফিরেছে জারি গানের আসর

কালিয়া উপজেলার ফিরেছে জারি গানের আসর

বিনোদন

সমকাল ডেস্ক

2025-01-16

চলছে শীতকাল। এক যুগ আগেও এমন সময়ে গ্রামে-গঞ্জে জারি-সারি গানের আসর বসত। যে আসরে নামি দামি বয়াতিরা নানা রঙে ঢঙে গান গেয়ে মাত করতেন। এখন তা কেবল অতীত! তবে মাঝে মাঝে এখনও গ্রামে তেমন আসর বসে। তাতে নতুন প্রাণের সঞ্চার হয় মানুষের মাঝে। 

সম্প্রতি নওয়াগ্রাম দক্ষিণপাড়ায়  জারি গানের বিশাল আয়োজন করা হয়। যেখানে গান পরিবেশ করেন বয়াতি রওসন আলি ও  নাসিমা আক্তার সাথী।  গানে গানে তারা শরিয়ত মারেফতের বিষয়েও আলাপ করেন।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন নড়াইল ভিকটোরিয়া কলেজের সাবেক অধ্যাপক রবিউল ইসলাম। 

স্থানীয় জনগণের উদ্যোগে হওয়া আয়োজনটির পরিচালনা ও আর্থিক সহায়তা প্রদান করেন  পুরুলিয়া ইউনিয়নের  ২ নং ও  ৩ নং ওয়াডের বর্তমান মেম্বার মোঃজিয়ার মোল্ল্যা ও সাবেক মেম্বার মোঃ সেলিম মোল্ল্যা ও এলাকার লাভলু মোল্ল্যা। 

আয়োজনটিতে কালিয়া উপজেলার হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। 

© Samakal
Shares:
Leave a Reply