WELLCOME BACK

H

ello guys. How are you all? I hope you are all well. I came again with a post. Let’s go..

এর আগের পোস্টে v0.dev এট সাথে Github কানেক্টে করার দেখিয়েছি, এই পোস্টে Domain কানেক্টে করা টা দেখাবো।

আপনার যদি v0.dev থেকে অ্যাপ/ওয়েবসাইট তৈরি হয়ে যায় তাহলে অবশ্যই আপনি চাইবেন যে এটি আপনার নিজের ডোমেইন এ যুক্ত করতে। v0.dev প্রথমে একটি sub domain দেয় তবে সেটি অনেক বড় হয়। তাই ডোমেইন কানেক্টে করাটি v0.dev এ একদম ফ্রী তাই চলুন শুরু করা যাক।

অ্যাপ তৈরি শেষ হলে, এ যান। যে project টিতে ডোমেইন যুক্ত করবেন সেটিতে ক্লিক করুন।

এখন ৩ ডট এ ক্লিক করে Domains এ ক্লিক করুন।

এখন Add domain এ ক্লিক করুন।

এখানে আপনার যে ডোমেইন টি যুক্ত করবেন তার নাম দিন।

কেনো বদলাতে হবে না save এ ক্লিক করুন।

এখন আপনাকে আপনার ডোমেইন এ এগুলো DNS যুক্ত করুন।আপনি যেখান থেকে ডোমেইন কিনছেন সেখান এ গিয়ে কানেক্টে করুন, আমার এটি Namechep এর তাই।

ডোমেইন এ manage থেকে আপনি DNS গুলো কানেক্টেড করুন।



এগুলো যুক্ত হলে আবার এখানে এসে এটিতে ক্লিক করুন।

তারপর ৫ মিনিট অপেক্ষা করুন অটো কানেক্টেড হবে তারপর এমন দেখাবে, মানে হয়ে গেছে ক্লিক করে দেখতে পারেন।

উদাহরণ দেখুনঃ



THE END

S

o friends, that’s it for today. See you in another post. If you like the post then like and comment. Stay tuned to Trickbd.com for any updates.

Shares:
Leave a Reply