আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন, 

অনেক পর আপনাদের সামনে হাজির হলাম virtualbox নিয়ে।

তো বিস্তারিত জানা যাক,  আজকে যে virtualbox নিয়ে কথা বললো সেটা হয়তো অনেকেই জানেন না তাই সবার সামনে তুলে ধরা।

Hyper-V কি?

Windows Hyper-V হলো মাইক্রোসফ্টের তৈরি একটি হাইপারভাইজার (Hypervisor) বা ভার্চুয়াল মেশিন ম্যানেজমেন্ট সফটওয়্যার, যা Windows অপারেটিং সিস্টেমের মাধ্যমে ভার্চুয়াল মেশিন (VM) চালানোর সুযোগ দেয়। এটি ব্যবহার করে আপনি একই কম্পিউটারে একাধিক অপারেটিং সিস্টেম ইনস্টল ও চালাতে পারেন, যা সফটওয়্যার ডেভেলপমেন্ট, সার্ভার ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক টেস্টিং ইত্যাদির জন্য উপযোগী।

Hyper-V-এর প্রধান বৈশিষ্ট্য:

1. মাল্টিপল ভার্চুয়াল মেশিন: একই কম্পিউটারে একাধিক OS (যেমন Windows, Linux) চালানো যায়।

2. সংস্থান ব্যবস্থাপনা: CPU, RAM, ডিস্ক স্পেস ও নেটওয়ার্ক রিসোর্স ভাগ করে নেওয়া যায়।

3. স্ন্যাপশট (Checkpoint) সুবিধা: VM-এর নির্দিষ্ট অবস্থা সংরক্ষণ ও পুনরুদ্ধার করা যায়।

4. রিমোট ব্যবস্থাপনা: Hyper-V Manager বা PowerShell ব্যবহার করে VM নিয়ন্ত্রণ করা যায়।

5. নিরাপত্তা: VM গুলো আইসোলেটেড (বিচ্ছিন্ন), ফলে ভাইরাস বা ম্যালওয়্যার একটিতে থাকলেও অন্যটিতে প্রভাব ফেলে না।

 

Hyper-V কীভাবে ব্যবহার করবেন ?

Hyper-V ব্যবহার করতে হলে আপনার কম্পিউটারে Windows 10 Pro, Enterprise বা Windows Server ইনস্টল থাকতে হবে। এটি চালু করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

প্রথমে আমরা control panel যাবো।

এখন আমরা programs যাবো।

তারপর turn windows features on or off যাবো।

এখানে Hyper-V সিলেক্ট করে ok ক্লিক করবো।

কিছু সময় Processing হবে তারপর এই রকম আসলে আমরা restart ক্লিক করবো।

এখন আমরা সার্চ করবো Hyper v manager.

তারপর এই রকম ইন্টারফেস দেখতে পারবো।

আমরা মার্ক করা জায়গায় ক্লিক করবো,  ( আপনার কম্পিউটারে ওই খানে অন্য নাম থাকতে পারে টেনশনের কিছু নাই) ।

যদি আমরা automatic  ভাবে তৈরি করতে চাই তাহলে  Quick Create ক্লিক করবো।

যদি না করি তাহলে Hyper v settings গিয়ে মনের মতো করে সাজিয়ে নিবেন।

আমি automatic করে নিচ্ছি।

এখন আপনি কোন operating system ব্যবহার করতে চাচ্ছেন তা সিলেক্ট করে Create Virtual Machine ক্লিক করবেন।

আমরা যেই operating system সিলেক্ট করছি তা এখানে ডাউনলোড হবে। তারপর আটো রান হবে বাকি যা আছে তা আপনারা দেখলেই বুঝতে পারবেন।

তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

যেকোন প্রয়োজনে আমাকে পেতে নিচে দেখতে পারেন।

Shares:
Leave a Reply