ক্র্যাবের নতুন সভাপতি তমাল, সম্পাদক বাদশাহ্

ক্র্যাবের নতুন সভাপতি তমাল, সম্পাদক বাদশাহ্

বাংলাদেশ

সমকাল প্রতিবেদক

<time class="op-modified" dateTime="2025-01-10"2025-01-10
2025-01-10

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নতুন সভাপতি বাংলাদেশ প্রতিদিনের মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক বাংলা টিভির এম এম বাদশাহ্। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় নবনির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। ১৫ সদস্যের কমিটি এক বছরের (২০২৫) জন্য দায়িত্ব পালন করবে।

আজ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। ২৯৮ ভোটারের মধ্যে ২৮৬ জন ভোট দেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের। কমিশনার ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম ও ডিআরইউর জ্যেষ্ঠ সদস্য উত্তম চক্রবর্তী। সর্বাত্মক সহায়তা করেন ক্র্যাবের জ্যেষ্ঠ সদস্য আহমদ আতিক।

সভাপতি পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি হওয়া তমাল পান ১২৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী যুগান্তরের মাহবুব আলম লাবলু পান ৯৫ ভোট। ১৫৯ ভোট পেয়ে সহসভাপতি হয়েছেন ইনকিলাবের উমর ফারুক আলহাদী। তাঁর নিকটতম মাসুম মিজান পেয়েছেন ১২০ ভোট। এম এম বাদশাহ্‌ ১৮১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউজ বাংলার এস এম নুরুজ্জামান পেয়েছেন ১০৪ ভোট। ১৫৮ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক হয়েছেন আমাদের সময়ের সাজ্জাদ মাহমুদ খান। তাঁর নিকটতম প্রতিদিনের বাংলাদেশের সাইফ বাবলু পেয়েছেন ৯৪ ভোট। ১৬৮ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক হয়েছেন জনকণ্ঠের নিয়াজ আহমেদ লাবু। আইন ও কল্যাণ সম্পাদক পদে মাছরাঙা টেলিভিশনের মাহমুদুল হাসান ১৫৫ ভোট পান। নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের জিয়া খান, ভোরের কাগজের ইমরান রহমান ও ঢাকা প্রতিদিনের মোহাম্মদ জাকারিয়া। 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন নয়া দিগন্তের আমিনুল ইসলাম অর্থ সম্পাদক, আমার দেশের ওয়াসিম সিদ্দিকী দপ্তর সম্পাদক, বণিকবার্তার নেহাল হাসনাইন প্রচার ও প্রকাশনা সম্পাদক, এশিয়ান টেলিভিশনের রকিবুল ইসলাম মানিক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, ঢাকা পোস্টের জসীম উদ্দীন প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক এবং বাংলাদেশ পোস্টের হাবিবুল্লাহ মিজান আন্তর্জাতিক সম্পাদক। 

 

© Samakal
Shares:
Leave a Reply