খালে বিলীন গ্রামীণ সড়ক

খালে বিলীন গ্রামীণ সড়ক

সারাদেশ

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

2025-01-10

ইন্দুরকানীতে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে কচা ও বলেশ্বর নদের বেড়িবাঁধের বড় একটি অংশ নদীতে বিলীন হয়ে যায়। একই সঙ্গে কয়েকটি খালের স্লুইসগেট ভেঙে যাওয়ায় খালে বিলীন হচ্ছে তীরবর্তী গ্রামীণ সড়ক। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন উপজেলার কয়েকটি গ্রামের বাসিন্দা। দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় বেড়িবাঁধ সংস্কার ও বিভিন্ন খালে স্লুইসগেট পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন তারা।  
খোঁজ নিয়ে জানা গেছে, ইন্দুরকানী, কালাইয়া, বালিপাড়া, খোলপটুয়া, চরবলেশ্বরসহ কচা ও বলেশ্বর  নদের বিভিন্ন খালের প্রায় ১০টি স্লুইসগেট কয়েক বছর ধরে অকার্যকর অবস্থায় পড়ে আছে। নতুন করে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ নিচ্ছে না পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। স্লুইসগেটগুলো অকার্যকর হওয়ায় আবাদি জমিতে পানি ঢুকে ফসলের ক্ষতি হচ্ছে। পাশাপাশি খালের তীরবর্তী গ্রামীণ সড়কগুলোও ভেঙে যাচ্ছে। এতে চলাচলে ভোগান্তি হচ্ছে স্থানীয়দের। 
সরেজমিন দেখা যায়, বলেশ্বর নদের তীরবর্তী ইন্দুরকানী গ্রামের ভাড়ানী খালের স্লুইসগেটটি দাঁড়িয়ে থাকলেও স্লুইসগেটের পূর্বদিক থেকে প্রায় ৩০ গজ ভেঙে খালের সঙ্গে মিশে গেছে। এতে পানির তোড়ে পার্শ্ববর্তী বাড়িঘর হুমকির মুখে পড়েছে। এ ছাড়া খালের পাড় নিয়মিত ভাঙতে থাকায় প্রায় তিন কিলোমিটার গ্রামীণ সড়ক খালে বিলীন হয়ে যাচ্ছে। খালের এক পাশের বাঁধ অক্ষত থাকলেও অপর পাশের বাঁধ ভেঙে যাওয়ায় ঝুঁকিতে রয়েছে রাস্তাঘাট, বসতি ও আবাদি জমি। 
ইন্দুরকানী গ্রামের বাসিন্দা আবুল বাশার জানান, স্লুইসগেটের একাংশ ভেঙে যাওয়ায় পানির স্রোতে রাস্তাঘাট ভেঙে যাচ্ছে ও ফসলি জমির ক্ষতি হচ্ছে। তিনি বলেন, কালাইয়া ইন্দুরকানী খালের  গুদিঘাটা থেকে আটঘর পর্যন্ত গ্রামীণ সড়ক ভেঙে যাওয়ায় জনসাধারণ চলাচলে ভোগান্তির শিকার হচ্ছে। 
কয়েকটি খালের বিধ্বস্ত স্লুইসগেট সংস্কার না করায় তা কোনো কাজে আসছে না জানিয়ে চণ্ডিপুর গ্রামের বাসিন্দা কাওসার হোসেন বলেন, স্লুইসগেটগুলো ভেঙে যাওয়ায় খালে সরাসরি পানি ঢুকে রবিশস্যসহ ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। স্লুইসগেটগুলো দ্রুত পুনর্নির্মাণ করা প্রয়োজন। 
ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ করিম তালুকদার বলেন, কচা ও বলেশ্বর নদের তীরবর্তী  স্লুইসগেটগুলো পুনর্নির্মাণ না করায় পানির চাপে রাস্তাঘাট ও ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের একাধিকবার চেষ্টায়ও কোনো সুফল পাওয়া যাচ্ছে না। দ্রুত স্লুইসগেটগুলো পুনর্নির্মাণের দাবি জানান তিনি। 
পিরোজপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী নুসাইব হোসেন জানান, কচা ও বলেশ্বর নদের বিলীন হওয়া বেড়িবাঁধ ও বাঁধ সংলগ্ন বিভিন্ন খালের বিধ্বস্ত স্লুইসগেটগুলো নতুন করে নির্মাণ প্রয়োজন। এ বিষয়ে প্রকল্পের প্রাক্কলন তৈরির  কাজ চলছে। বরাদ্দের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।

© Samakal
Shares:
Leave a Reply