গণঅভ্যুত্থানে জড়িত পুলিশ সদস্যদের পর্যায়ক্রমে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গণঅভ্যুত্থানে জড়িত পুলিশ সদস্যদের পর্যায়ক্রমে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ

সমকাল প্রতিবেদক 

2025-01-15

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে তাদেরকে পর্যায়ক্রমে ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ইতোমধ্যে অনেককে ধরা হয়েছে। প্রতিদিনই দু-একজনকে ধরা হচ্ছে। 

বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর খিলগাঁও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

গণঅভ্যুত্থানে ছাত্র জনতার ওপর গুলি চালানোর অভিযোগ রয়েছে এমন পুলিশ সদস্যদেরও বাহিনীর বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হচ্ছে। তাদের গ্রেপ্তার না করার কারণ জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একদিনই তো আর সবাইকে ধরা সম্ভব না। ভিডিও ফুটেজ দেখে হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের হাতে নিয়ে আসা হবে। 

এ সময় তিনি বলেন, আনসার সদস্যদের দীর্ঘদিনের ছুটি নিয়ে যে দাবি ছিল। সেই ছুটি এখন থেকে আর থাকছে না। কোন সদস্যকেই এখন থেকে আর বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হচ্ছে না।

তিনি জানান, প্রায় ৬১ লাখ সদস্যের এই বাহিনী দেশের যেকোনো মুহূর্তে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এই বাহিনীর সদস্যদের আরও কিভাবে প্রশিক্ষিত করে কাজে লাগানো যায় এসব বিষয়ে আলোচনা হয়েছে। সবাইকে ডাটাবেজের আওতায় নিয়ে আসা যায় কিনা সেটা নিয়েও কথা হয়েছে। 

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আজকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তর পরিদর্শন করার উদ্দেশ্য হচ্ছে- বাহিনীর সমস্যাগুলো জানা। বাহিনীকে আরও কিভাবে এগিয়ে নেওয়া যায় এ বিষয়ের ওপর আলোচনা হয়েছে। আনসার সব বাহিনীর সঙ্গে কাজ করে যেকোনো দুর্যোগে মুখ্য ভূমিকা পালন করেন। এছাড়া পূজার সময় আনসারের ভূমিকা প্রশংসনীয়।

© Samakal
Shares:
Leave a Reply