ঘরে বসে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করুন বিকাশ দিয়ে | How To Pay Palli Bidyut Bill By Bkash


আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি। আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা আপনাদের বাসার পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করবেন বিকাশ দিয়ে। বিল দেওয়ার জন্য আপনাকে অন্য কারো কাছে যেতে হবেনা বা অতিরিক্ত টাকা খরচ করতে হবেনা।
চার্জ ছাড়াই ফ্রিতে প্রতিমাসে বিকাশ দিয়ে ২ টা পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।
এবার কিভাবে পল্লী বিদ্যুৎ বিল বিকাশ দিয়ে পরিশোধ করতে হয় দেখেনিন।
সর্বপ্রথম বিকাশ অ্যাপে লগইন করার পর হোমপেজে পে বিল নামে যে অফশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন।

প্রতিষ্ঠানগুলো মধ্যে থেকে বিদ্যুৎ সিলেক্ট করুন।

Palli Bidyut Postpaid ক্লিক

এরপর বিলের মাস সিলেক্ট করুন। বিলের মাস বিলের কাগজের ওপরে কোনায় লেখা থাকে বা যে মাসে বিল এসেছে সেটা সেই মাস সিলেক্ট করুন এমনকি এসএমএস একাউন্ট নাম্বার দিন ক্লিক করুন।

তারপর আপনার বিলের কাগজ ওপরে দেখবেন গ্রাহক হিসাব নং নামে অফশনে নাম্বার দেওয়া আছে।

এবার সেই গ্রাহক হিসাব নং নাম্বার ইংরেজিতে লিখে পে বিল করতে এগিয়ে যান ক্লিক করুন।

সেক্ষেত্রে বিলের টাকার পরিমাণ ও বিল পরিশোধের শেষ তারিখ ছাড়াও বিলটি পরিশোধ করা হয়েছে কি না লেখা থাকবে। যদি বিল পরিশোধ করতে চান পর্যাপ্ত বিকাশে ব্যালেন্স রেখে পরের ধাপে যেতে ট্যাপ করুন।

বিকাশের পিন দিয়ে পিন কনফার্ম করুন।

এ অফশনে ট্যাপ করে ধরে রাখুন।

সেক্ষেত্রে বিল পরিশোধ হয়ে যাবে পরবর্তী ক্লিক করুন।

বিলের রিসিট ডাউনলোড করতে রিসিট ডাউনলোড করুন ক্লিক

এমনকি রিসিট ডাউনলোড হয়ে যাবে।

এছাড়া বিল পরিশোধের মেসেজ পাবেন।

আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে বিস্তারিত সহকারে নিচের ভিডিওটি দেখুন


“প্রতিনিয়ত সবার আগে Technology রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।

★প্রয়োজনে যোগাযোগ ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ: BD TRICK SH

★আমার আগের পোস্ট যারা মিস করেছেন নিচের লিংক থেকে দেখুন:
গ্রামীণসিমে ১ জিবি ইন্টারনেট ফ্রিতে নিয়েনিন

জন্মনিবন্ধন দিয়ে বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলে ফ্রিতে ১৩০ টাকা বোনাস নিয়েনিন
সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}

Shares:
Leave a Reply