ঘর পোড়ানোর মামলায় রিডা হাসপাতালের পরিচালকসহ ৩ জন কারাগারে

ঘর পোড়ানোর মামলায় রিডা হাসপাতালের পরিচালকসহ ৩ জন কারাগারে

সারাদেশ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

2025-01-17

লুটপাটের পর পেট্রোল ঢেলে বসতঘরে আগুন দেওয়ার ঘটনায় রিডা প্রাইভেট হাসপাতালের পরিচালক আব্দুল্লাহ আল মামুনসহ (৩৫) তিনজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। এ ঘটনায় জড়িত বাকি ১২ জনের জামিন মঞ্জুর করেন আদালত।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সাতক্ষীরার দ্রুত বিচার আদালত এ আদেশ দেন।

গত ৬ আগস্ট বাড়িতে লুটপাটসহ আগুন দেওয়ার ঘটনায় শ্যামনগর উপজেলার কাঁচড়াহাটি নন্দিগ্রামের গ্রামের সামছুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।

কারাগারে যাওয়া অপর দুই আসামি হলেন, আছাদুল্লাহ আছাদ আছু (২৪) ও ফয়সাল আমিন খান (৪০)। আব্দুল্লাহ ও আছাদুল্লাহ শ্যামনগর উপজেলা সদরের নকিপুর মাজাট ও ফয়সাল গোমানতলী গ্রামের বাসিন্দা।

জানা যায়, জমিজমা নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। এক পর্যায়ে ৫ আগস্টের পট পরিবর্তনের সুযোগ নিয়ে স্থানীয় বিএনপির দুই নেতার ইন্ধনে আব্দুল্লাহ লোকজন নিয়ে সামছুর রহমানের কাঁচড়াহাটি নন্দিগ্রামের বাড়িতে হামলা চালায়। এসময় ব্যাপক লুটপাটের পর পেট্রোল ঢেলে ওই বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতকারীরা। পরে খবর পেয়ে ১০ আগস্ট সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনরায় তাদের বসতঘরে উঠিয়ে দেয়।

সামছুর রহমান জানান, বিজ্ঞ আদালত পিবিআইকে মামলা তদন্তের দায়িত্ব দেওয়ার পর সংস্থাটি ১৫ জনের সংশ্লিষ্টতা পেয়ে সম্প্রতি চার্জশিট দিয়েছে।

সামছুর রহমানের ছোট ভাই আমজাদ মাঝির অভিযোগ, বৃহস্পতিবার আদালত অন্যদের জামিন মঞ্জুর করলেও তিনজনের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করে।

© Samakal
Shares:
Leave a Reply