চাঁদাবাজি-দখলদারির  বিরুদ্ধে যুদ্ধ চলবে

চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে যুদ্ধ চলবে

সারাদেশ

 রাজশাহী ব্যুরো

2025-01-19

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আমরা তাদের দলের মানুষ। তারা জাতীয় সম্পদ। কোনো দলীয় পরিচয়ে আমরা তাদের সংকীর্ণ স্থানে নামাতে চাই না। তাদের আমরা মাথার ওপর তুলে রাখতে চাই। এমন সাহসী মানুষ থাকলে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না। গতকাল শনিবার রাজশাহীর মাদ্রাসা ময়দানে জেলা ও মহানগর জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে, যতক্ষণ ইনসাফ কায়েম না হয়। এই ইনসাফ দিতে পারে একমাত্র আল কোরআন। কোরআনের শাসন দিয়ে আমরা বাংলাদেশ গড়তে চাই। আমরা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, ন্যায়-ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। এ জন্য লড়াই চালিয়ে যেতে হবে। আমরা ত্যাগ অনেক করেছি। আরও ত্যাগ স্বীকার করতে হবে। জীবন খুব ছোট, কাজ অনেক বড়। বিশ্রামের কোনো সময় নেই। 
দেশে চাঁদাবাজি ও দখলদারিত্বের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে জামায়াতের আমির বলেন, ‘যারা এসব করছেন, বিনয়ের সঙ্গে বলি এগুলো বন্ধ করেন। তবে যদি আমাদের এই বিনয়ী অনুরোধ কেউ না মানে, তাহলে আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। সন্তানরা স্লোগান দিচ্ছে- আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। যুদ্ধ চলবে।’ তিনি আরও বলেন, আমরা আল্লাহর শক্তিতে বলিয়ান একটি জাতি গঠন করতে চাই। সে জাতি হবে সাহসী জাতি, বীরের জাতি। গত ১৫ বছর আলেম-ওলামাদের ওপর বিগত সরকার তাণ্ডব চালিয়েছে। জামায়াতের দু’জন আমিরসহ ১১ জন দায়িত্বশীল নেতাকে আমাদের বুক থেকে কেড়ে নিয়েছে। অন্যায়ের প্রতিবাদ যারা করেছে, তাদের গুম করেছে। অসংখ্য ভাইকে খুন করেছে।
কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. মো. কেরামত আলী। সমাবেশ পরিচালনা করেন মহানগরের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল।
দিনাজপুরে শুভেচ্ছা মিছিল দিনাজপুর প্রতিনিধি জানান, ১৭ বছর পর  জেলা শহরে বিশাল শুভেচ্ছা মিছিল করেছে জামায়াতে ইসলামী। ২৫ জানুয়ারি দিনাজপুরে দলের কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে এ মিছিল হয়েছে। মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি ডক্টর এনামুল হক। 

© Samakal
Shares:
Leave a Reply