চেকপোস্টে থামতে বলায় পুলিশের ওপর হামলার অভিযোগ, আহত চার পুলিশ

চেকপোস্টে থামতে বলায় পুলিশের ওপর হামলার অভিযোগ, আহত চার পুলিশ

সারাদেশ

চট্টগ্রাম ব্যুরো

2025-01-15

চট্টগ্রামে তল্লাশির জন্য অটোরিকশা থামিয়ে হামলার শিকার হয়েছে বলে অভিযোগ করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন-পটিয়ার চরকানাই গ্রামের মান্নান কোম্পানির বাড়ির মৃত মনছুর আহাম্মেদের ছেলে মো. মোরশেদ খান (৩১) ও বোয়ালখালী থানার পশ্চিম শাকপুরা গ্রামের শামসুল আলমের ছেলে মো. করিম (৩৮)।  

হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তারা হলেন- এসআই হাবিবুর রহমান ও এএসআই অসিত নাথ, কনস্টেবল আবদুল সাত্তার, আমিরুল ইসলাম ও ফরিদ শেখ।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বোয়ালখালীর দিক থেকে শহরে আসছিলেন মোরশেদ ও করিম। নগরের কালুরঘাট মোহরা চেকপোস্টে পুলিশ তাদের অটোরিকশা তল্লাশির জন্য থামার সংকেত দেয়। এসময় তারা উত্তেজিত হয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা শুরু করে এবং একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। 

পুলিশের ওপর হামলার একটি ভিডিওতে দেখা গেছে, দুই ব্যক্তি পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। এসময় একজনকে অন্য পুলিশ সদস্যরা জড়িয়ে ধরে অটোরিকশায় তুলে দেওয়ার চেষ্টা করছিলেন। অপর এক পুলিশ সদস্য ঘটনাটি ভিডিও করার সময় তাকে গিয়ে ধাক্কা দেয় সে ব্যক্তি। অন্য পুলিশ সদস্যরা তাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ওই ব্যক্তি এক পুলিশ সদস্যের কলার ধরে টানাটানি করে এবং লাথি কেন দিয়েছে বলে চিৎকার করতে থাকে।

চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, ‘থানার এএসআই অসিত নাথ আরও কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে চেকপোস্টে দায়িত্ব পালনের সময় মোরশেদ ও করিম তাদের কাজে বাধা দেন। এছাড়া পুলিশের ওপর হামলা করে তাদের জখম ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে সেখানে গিয়ে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে পুলিশের সরকারি কাজে বাধা দেওয়া, পুলিশের ওপর আক্রমণ করে সাধারণ ও গুরুত্বর জখম এবং পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।’

© Samakal
Shares:
Leave a Reply