আসসালামু আলাইকুম গাইস !
আশা করছি সবাই ভালো আছেন । অনেকদিন পর আপনাদের মাঝে ফিরে এলাম ছোট্ট একটি পোস্ট নিয়ে।
আজকের এই ছোট্ট একটি পোষ্টের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা চ্যাটজিপিটি এবং ক্যানভা প্রিমিয়াম শেয়ার্ড অ্যাকাউন্ট ফ্রিতে নিবেন । ট্রিকটা শুধুমাত্র তাদের জন্য যারা এটি জানেন না ।
তো চলুন শুরু করি !
প্রথমে আপনারা এই ওয়েবসাইটে চলে যাবেন : https://www.oxaam.com
তারপর আপনারা এই ওয়েবসাইটে একটা টেম্পোরারি মেইল দিয়ে একাউন্ট ক্রিয়েট করে নিবেন ।
ক্ষেত্রে আমি স্ক্রিনশটে দেখানো সাইট থেকে টেম্পোরারি মেইল ইউজ করছি । আপনারা চাইলে যে কোন টেম্পোরারি মেইল ইউজ করতে পারেন।
জাস্ট রেজিস্টার করে নিব।
রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে ।এখানে আপনাদেরকে সমস্ত লগইন ডিটেলস দিয়ে দিবে তারা।
দেখতে পাচ্ছেন যে চ্যাট জিপিটি এবং কানভা প্রিমিয়াম শেয়ার্ড একাউন্টের লগইন ডিটেলস দিয়ে দিয়েছে।
আপনারা জাস্ট ওই লগইন ডিটেলস গুলো কপি করে উক্ত সাইট গুলোতে লগইন করে নিবেন ।
উদাহরণস্বরূপ আমি চ্যাট জিপিটিতে লগইন করে দেখাচ্ছি ।
জিপিটি সাইটে গিয়ে লগ ইন উইথ ইমেইল দিবেন । এবং ইমেইল এবং পাস দিয়ে লগইন করে নিবেন । তারপর এরকম একটি ইন্টারফেসর করলে এখান থেকে আপনারা Oxaam.com এই বাটনে ক্লিক করবেন ।
বেশ কাজ শেষ আপনারা চ্যাট জিপিটি এর প্রিমিয়াম ভার্সন এক্সেস পেয়ে গেছেন।
দেখতেই পারছেন এটা একটা শেয়ারড ওয়ার্ক স্পেস । তাই পার্সোনাল কোনো কাজ করতে সতর্ক থাকবেন কারণ আপনার চ্যাট গুলো যে কেউ চাইলে দেখতে পারবে যারা এই শেয়ারড একাউন্টে লগইন করেছে ।
একই নিয়মে আপনারা ক্যানভাতেও লগইন করে নিবেন ।
এখানে একটা কথা বলে রাখি। লগইন করার পরে আপনারা নিজেদের ইমেইলে ইনভাইটেশন পাঠাবেন না। যদি পাঠান তাহলে আপনার অ্যাকাউন্টটি বাতিল হয়ে যাবে বা ব্যান হয়ে যেতে পারে ।
তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন । এবং চাইলে আমার টেলিগ্রাম চ্যানেল এ জয়েন হতে পারেন।