ছড়া কবিতা

ছড়া কবিতা

ঘাসফড়িং

সমকাল ডেস্ক

2025-01-10

যা বলেছে ঠিকই 

একটা পাগল উদোম গায়ে 
উস্কোখুস্কো চুলে
হাসত খানিক কাঁদত খানিক
দাঁড়িয়ে লোহারপুলে 
হঠাৎ হঠাৎ চেঁচিয়ে নিজের
মাথায় মেরে চাটি
বলত, অহো জীবনটা এক
পিলাস্টিকের বাটি।
পাগলটাকে খুঁজছি আমি
পাচ্ছি না তার টিকি
জীবনটাকে মিলিয়ে দেখি
যা বলেছে ঠিকই!

 

সাতাস পুরুষ ধরে 

ভাসানটেকের হাসান আলি 
মাচান তুলে ভূঁয়ে
আপনমনে একনাগাড়ে 
হাসত শুয়ে শুয়ে। 
জানত না কেউ হাসান আলির
হাসার কারণ কী তা
ভাবত সবাই ফালতু এসব
কারণ খোঁজা বৃথা।
কারণ খুঁজে পেলাম পুরো
আটাশ বছর পরে 
হাসির ব্যামো ছিলো ওদের
সাতাশ পুরুষ ধরে।

 

যোগেনবাবু কবি 

খোগেনবাবুর মেসো মশাই
পলাশপুরের যোগেন
পোউষ মাসে হাউস করে
উল্টো রোগে ভোগেন।
উল্টো হাঁটেন উল্টো জামা 
উল্টো জুতো পরে
উল্টোবাজি দিতে দিতে
উল্টে পড়েন ঘরে।
উল্টো করে টানিয়ে রাখেন
ঠাকুর্দাদার ছবি;
কারণ খুঁজে পেলাম শেষে
যোগেনবাবু কবি।

© Samakal
Shares:
Leave a Reply