ছাগলকাণ্ডে আলোচিত মতিউর স্ত্রীসহ গ্রেপ্তার তিন দিনের রিমান্ড

ছাগলকাণ্ডে আলোচিত মতিউর স্ত্রীসহ গ্রেপ্তার তিন দিনের রিমান্ড

বাংলাদেশ

সমকাল প্রতিবেদক

2025-01-16

ছাগলকাণ্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল বুধবার অস্ত্র আইনের এক মামলায় তাঁর রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার।

গতকাল ভোরে রাজধানীর ভাটারা থানার আবাসিক এলাকা থেকে মতিউর রহমান ও তাঁর স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ডিএমপির মুখপাত্র উপকমিশনার তালেবুর রহমান জানান, লাকিকে দুদকে হস্তান্তর করা হয়েছে। শটগান পাওয়ায় মতিউরের বিরুদ্ধে ভাটারা থানায় মামলা করেন ডিবির এসআই বেলাল হোসেন।

অন্যদিকে মতিউরের স্ত্রী লায়লাকে দুদকের মামলায় ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন কারাগারে পাঠানোর আদেশ দেন। আগামী ১৯ জানুয়ারি তাঁর রিমান্ড আবেদনের ওপর শুনানি হবে। গত ৬ জানুয়ারি লাকির বিরুদ্ধে ১৩ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। পাশাপাশি ১ কোটি ৫৩ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগও রয়েছে। এসব সম্পদ অর্জনে মতিউর রহমান সহযোগিতা করেছেন অভিযোগ করে তাঁকেও আসামি করা হয়েছে।

© Samakal
Shares:
Leave a Reply