
ছেলেকে ভালো খেলা দেখাতে পেরে খুশি তামিম
খেলা
ক্রীড়া প্রতিবেদক 2025-01-17
ক’দিন আগে আন্তর্জাতিক ক্রিকেটকে আনুষ্ঠানিক অবসর বলেছেন তামিম ইকবাল। সামাজিক মাধ্যমে দেওয়া অবসর বার্তায় তামিম জানিয়েছিলেন, তার ছেলে খুব করে চেয়েছিল বাবা আবার জাতীয় দলের জার্সিতে খেলুক। কিন্তু তামিম নিজের মনের কথা শুনেছেন। ‘বাবার অবসরের কারণ বড় হলে বুঝতে পারবা’, ছেলেকে দিয়েছেন এমন বার্তা।
বৃহস্পতিবার চট্টগ্রামে পর্বে তামিমের খেলা দেখতে এসেছিল তার ছেলে আরহাম ইকবাল খান। ঢাকা থেকে খেলা দেখতে আসা ছেলেকে ভালো একটা ইনিংস দেখাতে পেরে ও তার দল জয় পাওয়ায় খুশি বলে ম্যাচ শেষে জানান দেশ সেরা ওপেনার তামিম।
তিনি বলেন, ‘ছেলে কথা বলতেছে তা তো আমি দেখিনি। কিন্তু এটা জানি ও ঢাকা থেকে আসছে খেলা দেখার জন্য। ও যেটা দেখতে চেয়েছিল, একটা ভালো খেলা দেখতে পেরেছে এজন্য হ্যাপি।’
ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তামিমের দল বরিশাল এদিন ৮ উইকেটে জিতেছে। ঢাকা ১৩৯ রানে অলআউট হয়। জবাবে তামিমরা ১৬ ওভারে রান তুলে ফেলে। তামিম ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন। দলের খেলা নিয়ে তিনি বলেন, ‘আরেকটু দ্রুত খেলা দরকার ছিল। আমাদের হাতে উইকেট ছিল, ১৪ ওভারের মধ্যে যদি শেষ করতে পারতাম। আমার কাছে মনে হয় এই একটা ট্রিক আমরা মিস করেছি।’