জমি নিয়ে বিরোধে বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ

জমি নিয়ে বিরোধে বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ

সারাদেশ

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

2024-12-26

বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধে বাড়িঘরে হামলা, মারধর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকালে সাধুরপাড়া ইউনিয়নের গাজীরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 
হামলায় আহত হয়েছেন নারীসহ সাতজন। তারা বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় ২৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শফিকুল ইসলাম। ঘটনায় জড়িত কুদ্দুছ মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, সাধুরপাড়া ইউনিয়নের গাজীরপাড়া গ্রামের শফিকুল ইসলামের সঙ্গে ইউসুফ আলী, অছম উদ্দিন ও সোনাহার আলী গংদের জমি নিয়ে বিরোধ রয়েছে। এ বিরোধ নিষ্পত্তির জন্য এলাকায় একাধিকবার সালিশ বৈঠক হয়। তবে কোনো সুরাহা হয়নি। এর জের ধরে বুধবার সকালে লাঠিসোটা নিয়ে শফিকুল ইসলামের বাড়িতে হামলা চালায় ইউসুফ আলী, অছম উদ্দিন ও সোনাহার আলী গংরা। হামলাকারীরা শফিকুল ইসলামের বাড়িঘরে ভাঙচুর চালায়। বাড়িতে থাকা লোকজনকে মারধর করে ও সীমানায় থাকা বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে ফেলে। এক পর্যায়ে হামলাকারীরা শফিকুল ইসলামের ভাই সুজন মিয়ার বসতঘরে আগুন ধরিয়ে দেয়। তাদের চিৎকারে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় রাতে বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শফিকুল ইসলাম। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা।
শফিকুল ইসলাম বলেন, শত্রুতার জেরে বুধবার সকালে তাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ইউসুফ আলী ও তাঁর লোকজন। বাড়িতে থাকা লোকজনকে মারধর করে ও বসতভিটায় থাকা বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে ফেলে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, মামলা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 

© Samakal
Shares:
Leave a Reply