জামায়াতের সম্মেলন  মঞ্চে আ’লীগ নেতা

জামায়াতের সম্মেলন মঞ্চে আ’লীগ নেতা

সারাদেশ

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

2024-12-26

নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ২ নম্বর ওয়ার্ড শাখার সম্মেলন হয়েছে। গত রোববার বায়েরা গ্রামে অনুষ্ঠিত সম্মেলনের মঞ্চে দেখা যায়, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হারুনুর রশিদ মিয়াজীকে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে।
জানা গেছে, গত রোববার সকালে ঢালুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বায়েরা গ্রামে জামায়াতে ইসলামীর ওয়ার্ড সম্মেলন হয়। এই সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হারুনুর রশিদ মিয়াজী। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
ঢালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি খ ম জিল্লুর রহমান বলেন, হারুনুর রশিদ মিয়াজী প্রবীণ আওয়ামী লীগ নেতা। ঢালুয়া ইউনিয়ন কমিটির সহসভাপতির দায়িত্বে আছেন।
নাঙ্গলকোট উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিনের ভাষ্য,  জামায়াতে ইসলামী একটি ধর্মীয় রাজনৈতিক সংগঠন। অনেকে মনে করেন এখন তাদের বয়স শেষ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে সময় কাটিয়েছেন, এখন দ্বীনি আন্দোলনের সঙ্গে সঙ্গে মন দিতে চায়। এ জন্য অনেকেই আসতে পারেন।
অভিযুক্ত ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি হারুনুর রশিদ মিয়াজী বলেন, ‘আমার বয়স ৭০ ঊর্ধ্ব, আমি আওয়ামী লীগ করি। ওনারা দাওয়াত করেছেন তাই প্রোগ্রামে গিয়েছি। আমি তো তাদের দলে যোগ দেইনি।’
 

© Samakal
Shares:
Leave a Reply