জামিন পেয়েই সাংবাদিকদের ওপর চড়াও চিকিৎসক!

জামিন পেয়েই সাংবাদিকদের ওপর চড়াও চিকিৎসক!

রাজধানী

আদালত প্রতিবেদক

2025-01-16

জামিন পেয়ে সাংবাদিকদের ওপর চড়াও হয়েছেন শিশুর ভুল চোখে চিকিৎসা করা ধানমন্ডির বাংলাদেশ আই হসপিটালের শিশু চক্ষু বিশেষজ্ঞ ডা. শাহেদারা বেগম। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের আদালত তাকে জামিন দেন। এরপর তাকে আদালত থেকে বের করে নিয়ে সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হচ্ছিল। তখন সাংবাদিকরা তার ছবি তুলতে যান। এ সময় তিনি সাংবাদিকদের ওপর চড়াও হন।

এ সময় তার (ডা. শাহেদারা) সঙ্গে থাকা প্রতিষ্ঠানের কর্মীরা সাংবাদিকদের নানা কটূক্তি করতে থাকেন। কেউ বলেন ‘ভুয়া, ভুয়া’। আবার কেউ বলেন ‘মিডিয়া ব্যবসায়ী’। তারা সেখানে উপস্থিত সাংবাদিকদের ছবি তোলেন ও ভিডিও করে নিয়ে যান।

এর আগে বুধবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি থানায় ভুক্তভোগী শিশুর বাবা মাহমুদ হাসানের দায়ের করা মামলায় অভিযুক্ত নারী চিকিৎসককে গ্রেপ্তার করে পুলিশ। 

বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার সাব-ইন্সপেক্টর সাইফুল আলম তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষে অ্যাডভোকেট আব্দুর রশিদ জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত আদেশ অপেক্ষমান রাখেন। পরে আদালত তার জামিনের আদেশ দেন।

© Samakal
Shares:
Leave a Reply